আমাদের কথা খুঁজে নিন

   

জুলাইয়ে আসতে পারে অ্যাপলের আইফোন ৫এস

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার টেক জায়ান্ট অ্যাপলের বহুল প্রতিক্ষিত আইফোন ৫এস জুনের ২০ তারিখে প্রথমবারের মতো প্রদর্শিত হবে এবং জুলাইয়ে বাজারে আসতে পারে। জাপানের শীর্ষস্থানীয় সাময়িকী ম্যাক ফ্যান তার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা জানিয়েছে। আইফোনটির প্রথম প্রদর্শনী হবে ২০ জুন এবং এর প্রায় এক সপ্তাহ পরে অর্থাৎ জুলাইয়ের দিকে এটি বাজারে আসবে। আগস্টের মধ্যে ভারত এবং চীনের বাজারে আসবে আইফোন ৫এস-এর কম দামি সংস্করণ। অনেকেই ধারণা করছেন, আইফোনের ষষ্ঠ জন্মবার্ষিকীতে নতুন মডেলটি বাজারে আসতে পারে।

কিন্তু দিনটি শনিবার পড়ায় দেখা যাচ্ছে অ্যাপল এদিনে কোনো পণ্য বাজারে ছাড়ে না। অপারেটিং সিস্টেম আইওএস ৭.০, দ্রুতগতির প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও এনএফসি সমর্থন করা আইফোনটিকে নিয়ে সবাই উচ্চ আশা পোষণ করছেন। আইফোনটির অপারেটিং সিস্টেম আইওএস ৭.০-এর নকশা করেছেন শিল্প নকশা খাতের জ্যেষ্ঠ সহসভাপতি স্যার জোনাথন আইভ। ধারণা করা হচ্ছে, তার করা এ অপারেটিং সিস্টেমটি অন্যগুলোর চেয়ে অনেক সহজ ও ভিন্ন ধরনের হবে। এখন সময়ই বলে দেবে, আইফোন ৫এস-এ ব্যবহারকারীদের জন্য কি কি নতুনত্ব অপেক্ষা করছে।

খবরঃ সায়েন্সটেক24.কম  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.