আমাদের কথা খুঁজে নিন

   

জুলাইয়ে টেলিটকের থ্রিজি সেবা আসছে-টেলিযোগাযোগমন্ত্রী

ভালবাস সবাই ভালবাসাকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু আগামী জুলাই মাসে রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটক তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা চালু করবে বলে জানিয়েছেন। টেলিকম সেক্টরের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, �আগামী জুলাই মাসে টেলিটক থ্রিজি সেবা শুরু করতে যাচ্ছে। এছাড়া টেশিস উন্নতমানের ল্যাপটপ বাজারজাত করছে। �অনুষ্ঠান শেষে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, আগামী জুলাইতে থ্রিজি সেবা চালু করতে সব ধরনের কারিগরি প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। টেলিটকের থ্রিজি সেবা গত মার্চ মাসে শুরুর ঘোষণা দেওয়ার পর চার মাসেরও বেশি সময় লাগছে কেন জানতে চাইলে মুজিবর বলেন, নতুন প্রযুক্তি হিসেবে এর যন্ত্রপাতি স্থাপন করতে কিছুটা সময় বেশি লাগছে।

বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) উপমহাসচিব হাউলিন ঝাওয়ের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা জানান। রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান টেলিটককে ছয় মাস পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করতে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সম্প্রতি প্রস্তুত করা থ্রিজি লাইসেন্স প্রস্তাবিত খসড়া নীতিমালায় বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে থ্রিজি স্পেকট্রামের নিলাম হবে। নিলামে অংশ না নিলেও টেলিটককে নিলামের সব পরিমান টাকা দিয়ে থ্রিজি স্পেকট্রাম নিতে হবে। বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদসহ মন্ত্রনালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থ্রিজি প্রযুক্তির মাধ্যমে উচ্চগতিতে তথ্য পরিবহন সম্ভব হওয়ায় মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.