আমাদের কথা খুঁজে নিন

   

"কোলকাতার নাইট বরন"

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে আই পি এল জেতার ৪৮ ঘন্টার মধ্যে এক বর্নাঢ্য অনুষ্টানের আয়োজন করে সারা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোলকাতা নাইট রাইডার্সের মালিক শাহারুখ খান। গতকাল "আই পি এল" ট্রফি জেতার খুশিতে কোলকাতা নাইট রাইডার্স দলকে পশ্চিমবঙ্গ সরকার ও কোলকতা পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কোলকাতার হাজরা মোড় থেকে হুড খোলা গাড়িতে করে খেলোয়াড়দের শহরে ঘোরানো হয়। এত কাছ থেকে খেলোয়াড়দের দেখার জন্য প্রচুর জনতা রাস্তার দুই পাশে ভির করে। যার ফলে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে।

[ টিমের গাড়িকে ঘিরে উৎসুক জনতার ভিড় ] এর পর টিম পৌছায় মহাকরন। সেখানে নাইট রাইডার্সের মালিক শাহারুখ খান ও জুহি চাওলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে "আই পি এলের" ট্রফি তুলে দেন। [ আই পি এলের ট্রফি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, শাহারুখ খান , জুহি চাওলা ও গোটা নাইট রাইডার্স টিম ] মহাকরন থেকে দুটি বাসে করে সকলে রওনা দেন "ইডেন গার্ডেন্সের" দিকে। এদিন ইডেনে এই অনুষ্ঠান দেখার জন্য প্রবেশ অবাধ ছিল। তাই সকাল থেকেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান অনুষ্ঠান দেখার জন্য।

সেখানেই কেকেআরের সমস্ত খেলয়াড়দের উত্তরিয় ও সোনার চেন পরিয়ে সম্বর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। [ সাকিব আল হাসান কে সম্বর্ধনা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ] ইডেন উপস্থিত জনতার মনোরঞ্জনেরও ব্যাবস্থা ছিল । বাংলা ব্যান্ড ভূমি, চন্দ্রবিন্দু, দোহার সবাই তাদের সঙ্গীত পরিবেশন করেন। সেই সঙ্গীতের তালে পা মেলালেন, শাহারুখ থেকে জুহি , মমতা থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম.কে.নারায়নান। [ নাচের ছন্দে শাহারুখ জুহি ] এই দিনের অনুষ্ঠানে জিৎ,দেব,সোহম, থেকে শুরু করে টলিউডের অনেক নামকরা শিল্পীরাই যোগ দেন।

অনুষ্টান শেষ হয়ে গেলে কি হয় তার হ্যাংওভার এখানো কাটেনি। বহুদ্দিন পর কোলকাতা আবার এরাকম বাঁধভাঙ্গা উচ্ছাসের সাক্ষি হল। [ শাহারুখ খান,মমতা বন্দ্যোপাধ্যায়,গৌতম গম্ভীর,জুহি চাওলা ও গোটা নাইট রাইডার্স টিম ] [ আই পি এলের ট্রফি হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহারুখ খান ] [ আই পি এল ৫ -এর বিজয়ী কোলকাতা নাইট রাইডার্স ]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.