যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। কলকাতার নাটিকা ও চলচ্চিত্রগুলোতে প্রায়ই তারা পূর্ববঙ্গীয় ২-১টি চরিত্র রাখে দেখতে পাই, যারা কাঁচা গ্রাম্য ভাষা ছাড়া কথা বলতে পারে না, যেমন- 'তর এত আস্পর্ধা, আমার সামনে খাড়াইয়া ছৌখে ছৌখ রাইখ্যা কথা কছ, এত সাহস পাইছছ কৈত্থিকা? জানছ্ তরে আমি কী করবার পারি?' আর হ্যাঁ, ঐ চরিত্রগুলো সাধারণত থাকে চাকর শ্রেণীর, যদিও আজ মেজাজটা বিগড়ে যায় এক অভিজাত উচ্চশিক্ষিত পূর্ববঙ্গীয় চরিত্রের মুখে কলকাতার দাদা-দাদীরা কাঁচা গ্রাম্য ভাষা বসিয়েছে দেখে। অথচ কলকাতার অবতারগুলো, যেগুলো নিজেদের 'আর্য বাঙালি' ভাবে, সেগুলো 'কোথায়'কে বলে 'কোতায়', 'হয়েছে যাচ্ছি খেয়েছি'কে বলে 'হয়েচে যাচ্চি খেয়েচি', 'আজকে'কে বলে 'আজগে', 'শালা মারব এখানে লাশ পড়বে শশ্মানে'কে বলে 'ছালা মারব এখানে লাছ পরবে ছছানে'। এমনকি তাদের শহর 'কলকাতা'কে কোথাও 'কোলকাতা' কোথাও 'কলকেতা' কোথাও 'কলিকাতা' লিখতে দেখেছি আমি। এমতাবস্থায় কলকাতাবাসীদের আমি আহ্বান জানাই বাংলাদেশে এসে 'পূর্ববঙ্গীয় চলিত ভাষা কোর্স' করে যেতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।