আমাদের কথা খুঁজে নিন

   

কোলকাতার দিদি মমতা’র মমতাহীন কর্মকাণ্ড

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... বাংলাদেশের মানুষের জন্য কোন আশার বাণী শুনাতে পারলেন না বটে, উল্টো দিদি আবারো বেঁকে বসলেন তিস্তা চুক্তি নিয়ে। বুঝা যাচ্ছে যে, সহসা এই চুক্তি হচ্ছে না। সম্প্রতি,নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বৈঠকের পর মমতা বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে এর আগে আমরা ফারাক্কা বাঁধে একটি জায়গায় ফাটল ধরেছিল বলে খুঁজে পেয়েছিলাম। যার মধ্য দিয়ে নিয়ন্ত্রণহীনভবে বাংলাদেশে পানি চলে যাচ্ছে। আর এখন দেখা যাচ্ছে যে বাঁধের একটা স্লুইস গেট পুরোপুরি ভেঙে গেছে।

যার মধ্য দিয়ে প্রতিবেশী দেশে ৮০,০০০ হাজার কিউসেক পানি চলে যাচ্ছে। চুক্তি অনুযায়ি ৩০,০০০ কিউসেক পানি যাবার কথা। ’’ মমতা আরও বলেন, ‘‘বাঁধে পর্যাপ্ত পানি না থাকলে ভাগিরথী ও হুগলীর মতো নদীগুলো শুকিয়ে যাবে। পশ্চিমবঙ্গবাসী না পাবে খাবার পানি- না পাবে বিদ্যুৎ। পানির অভাবে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে।

নৌযান চলতে পারবে না। এতে করে পশ্চিমবঙ্গে বিপর্যয় তৈরি হবে। ’’ প্রধানমন্ত্রী আমার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন ২০১২ সালের মার্চের মধ্যে বাঁধের ১৩ ও ১৬ নাম্বার গেটের ফাটলগুলো মেরামত করা হবে। ’’ এখন আমার কথা হল যে, মাত্র এই দুটি গেট দিয়ে কি আদৌ এতো বেশি প্রায় দ্বিগুণ পরিমাণ পানি আসা সম্ভব?? তিনি বললেন যে বাংলাদেশ না কি পানি বেশি পাচ্ছে!! অনুরোধ দিদি, আমাদেরকে এইভাবে অপবাদ দিবেন না। আমরা যে কতটুকু বেশি পানি পাচ্ছি সেটা আমাদের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের এলাকাগুলো দেখলেই বুঝা যায়!! প্রসঙ্গত, ফারাক্কা বাঁধ দিয়ে পদ্মার পানি প্রত্যাহার করে নেবার কারণে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল একইসঙ্গে মরুকরণ ও ব্যাপক ভাঙনের শিকার হয়েছে।

ওই অঞ্চলের জলচক্র, কৃষি ও পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূগর্ভের পানির স্তর নীচে নেমে যাওয়ায় আর্সেনিকসহ অন্যান্য সংক্রমণ দেখা দিচ্ছে। পানি নাকি বেশি পাচ্ছি এইটা দেখলেন, কই সীমান্তে যে প্রায় প্রতিদিন আমাদের নিরপরাধ ভাইদেরকে পাখির মত গুলি করে হত্যা করছে আপনার বেজন্মা বিএসএফ বাহিনী সেটা দেখেন না?? নাকি আমরা আপনাদের মত বিশাল রাষ্ট্রের ছোট প্রতিবেশী বলে?? এটাই কি আমাদের গুরুতর অপরাধ ?? তাই বলতেই হচ্ছে দিদি আপনাকে আমরা ট্রলার ভর্তি ইলিশ মাছ দিলুম, বিনিময়ে আমরা কি আমাদের প্রাপ্য পানি টুকু পেতে পারি না?? আপনার প্রতিবেশী হিসেবে আমরা কি এই সামান্য আবদার টুকু অর্থাৎ তিস্তা চুক্তির সফলতা আশা করতে পারি না???আপনাদের কাছ থেকে কি এইটুকুন সৌজন্যমূলক আচরণ আশা করতে পারি না?? নাকি আশা করার মতন সামান্যটুকুন যোগ্যতাও আমাদের নাই...!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.