আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমাকে জড়িয়ে ধরে গলায়-কাঁধে চুমু দেয়..

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর ঢাকার নিম্ন আদালত চত্বরের পাশে ক্লাবের ভেতরে নিয়ে পুলিশ এক তরুণীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। ঐ তরুণী জানান, "কোতোয়ালি থানার দু'জন পোশাকধারী পুলিশ সদস্য আমাকে টেনেহিঁচড়ে পুলিশ ক্লাবের ভেতর ক্যান্টিনে নিয়ে যায়। একজন আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমাকে জড়িয়ে ধরে। অন্যজন গলায় চুমু দেয়।

কাঁধে চুমু দেয়। প্রতিবাদ করলে গালে থাপ্পড় মারে। গলার চেইন ছিনিয়ে নেয়। চড়ের আঘাতে আমার কানের দুল চামড়ার ভেতরে কেটে ঢুকে যায়। তিনি আরও বলেন, যে দুই পুলিশ সদস্য আমার গায়ে হাত দিয়েছে তাদের একজনের নেমপ্লেটে জামান লেখা ছিল।

অন্যজনের নেমপ্লেট ছিল না। উচ্চতায় সে লম্বা, গোঁফওয়ালা ও গায়ের রঙ কালো। পুলিশের নির্যাতনে আমি 'মা মা' বলে চিৎকার করি। আমার চিৎকার শুনে ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা উদ্ধার করে থানায় নিয়ে যান। এরপর তারা অসৎ উদ্দেশ্যে তার শরীরে হাত দেয়।

কেড়ে নেয় গলার স্বর্ণের চেইন। গতকাল মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। ওই তরুণী নিজে বিচারপ্রার্থী হিসেবে আদালতে গিয়ে এভাবেই পুলিশের লালসার শিকার হলেন। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন_ কোতোয়ালি থানার এএসআই নুরুজ্জামান ও এএসআই আমীর। বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ ক্লাবের সামনে উপস্থিত সাংবাদিক ও আইনজীবীদের কাছে ঘটনার বর্ণনা প্রদানকালে তরুণী ও তার মাকে জোর করে পুলিশ গাড়িতে তুলে নেয়।

এ সময় পুলিশের নির্যাতনের শিকার হন তিন সাংবাদিক, দুই আইনজীবীসহ ৭ জন। বেসরকারি একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান সাংবাদিক নির্যাতনের দৃশ্য ধারণ করতে গেলে কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন চিৎকার করে বলতে থাকেন, 'ভালো করে ভিডিও করেন'। আগারগাঁওয়ে হামলার তিনদিনের মাথায় আবার পুলিশি নির্যাতনের শিকার হলেন সাংবাদিকরা। (দৈনিক সমকাল) পুলিশে কি মানিকের উত্তরসূরিদের বিনা পরীক্ষায় গণহারে পোস্টানো হয়েছে??  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.