আমাদের কথা খুঁজে নিন

   

‘পেটা শালাদের পেটা, কত সাংবাদিক পিটিয়েছি, সাংবাদিক মারলে কিছু হয় না।’ সাহারার পুলিশ এখন কাউরে তোয়াক্কা করে না।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী দৈনিক প্রথম আলো পত্রিকার তিন ফটোসাংবাদিককে রাস্তায় ফেলে কিল-ঘুষি ও নির্মমভাবে পিটিয়েছে পুলিশ। পরে তাদের টেনেহিঁচড়ে থানায় নিয়ে যায়। আহত সাংবাদিকরা হলেন খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিম। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে পঙ্গু হাসপাতালে ও পরে স্বাস্থ্যমন্ত্রীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।

পেটানোর সময় তেজগাঁও জোনের পুলিশের এসি শহীদুল ইসলাম দম্ভোক্তি করে বলতে থাকেন, ‘পেটা শালাদের পেটা, কত সাংবাদিক পিটিয়েছি—সাংবাদিক পেটা। সাংবাদিক মারলে কিছু হয় না। ’ অবশ্য পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ সময় আমার মাথা ঠিক ছিল না। ’ তিন সাংবাদিককে নির্মম পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ ঘটনার পরই বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমদ পঙ্গু হাসপাতালে যান এবং ঘটনার সঙ্গে দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।

এ ঘটনার প্রতিবাদে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.