আমাদের কথা খুঁজে নিন

   

‘পেটা শালাদের পেটা, সাংবাদিক পেটা। সাংবাদিক মারলে কিছু হয় না।’

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর ফুলিশের কাজ পুলিশ করেছে, বেদম দিয়েছে গায়। তাই বলে পুলিশের ছবিতোলা, সাংবাদিকের সোভা পায়? একাজ পুলিশ করে হরদম, পেটোয়া বাহিনী তার নাম। নামের কাজ করেছে বলে, কেন কর তার বদনাম। খবরঃ রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পেশাগত দায়িত্ব পালনের সময় আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশের কিল, ঘুষি ও বেধড়ক লাঠিপেটায় প্রথম আলোর তিন ফটোসাংবাদিক আহত হয়েছেন। আহত ফটোসাংবাদিকেরা হলেন খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিম।

তাঁদেরকে প্রথমে পঙ্গু হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় প্রথম আলোর সাংবাদিকেরা শেরে বাংলা নগর থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ মামলা নেয়নি। এদিকে মুঠোফোনে পুলিশের লাঠিপেটার ঘটনার ভিডিও করার সময় ঘটনাস্থলে থাকা প্রথম আলোর ফিচার পাতার প্রদায়ক ইমাম হাসানকেও পুলিশ মারধর করে। পরে তাঁর মুঠোফোন সেটটি পুলিশ কেড়ে নেয়।

মুঠোফোনের মেমোরি কার্ডটি পুলিশ নিয়ে গেছে। সেখানে ভিডিওর দৃশ্য ধারণ করা ছিল। সুত্র- View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.