আমাদের কথা খুঁজে নিন

   

অনেক হল, বন্ধ হোক আল্লাহর নামে হানাহানি [মাইক্রোব্লগ-১]

২. ব্যক্তির চেতনা একটু হলেও লুপ্ত হয় যখন সে কোন প্রতিষ্ঠানে যুক্ত থাকে। ১. যদি চতুর্দিক বন্ধ নিরেট পাথরের ভিতরেও কেউ ভাল কাজ করে, তবু সেটার কল্যাণ পৃথিবীতে ছড়াবেই। (এটি হাদিস। ) ০.সাপের মাথা বাদে বাকি পুরোটাই লেজ। সো, লেঞ্জা ইজ কোয়াইট ইম্পসিবল টু হাইড।

সেই পুরনো প্রশ্ন, পৃথিবীতে সবচে বেশি মানুষ নিহত হয়েছে কীসের নামে? মহান সৃষ্টিকর্তার নামে, আদর্শের নামে, ণৃগোষ্ঠীর নামে অথবা ধর্মবিরোধীতার নামে। ইতিহাসের পাতার পর পাতা সেই রক্তরঙে রঞ্জিত। আমরা যেসব যুদ্ধের কথা জানি, তাতে ধর্ম ছিল (স্বার্থ হাসিলের জন্য) প্রধান উপাদান, যেসব যুদ্ধের সাথে ধর্ম সংযুক্তি না জানি, কষ্টকর বিষয় হল, তাতেও ণৃগোষ্ঠী, দেশতত্ত্ব, ধর্ম প্রধান উপাদান। এবং এই উপাদানের জ্বালানী হল, দু:খের সাথে বলতে হয়, রাজনীতি। রাজনীতি হল কিছু মানুষের ক্ষমতায় যাবার ও বসে থাকার পথ।

এই পথ মসৃণ করার জন্য সূতার অন্যপ্রান্তে পুতুলের মত নেচে বেড়ায় কিছু আদর্শমত্ত মানুষ। তাদের কারো নাম সমাজতন্ত্রী, কোন এক ’কখনো বাস্তবায়ন না হওয়া’ কল্পরাজ্যের স্বপ্নে বিভোর হয়ে সব ধার্মিককে শত্রু ও আফিমগ্রস্ত ঘোষণা করছে; কারো নাম ইসলামী আন্দোলনকারীর আড়ালে জামাত-হিজবুত-হেফাজত যে পদ্ধতি আসলে সংঘাতের, তো কারো নাম গণতন্ত্রীর আড়ালে দুই বা তিন পক্ষের শ্লেষ। মানুষ গুটি হবার জন্য জন্মায়নি। প্রিয় ব্লগ ও সহব্লগার, আপনারা সুযোগ দিয়েছেন কথা বলতে পরস্পরকে। কিন্তু কথা বলার সুযোগ আজকে সীমিত।

মাইক্রোব্লগিঙের জন্য ফেসবুক টুইটার বাদ দিয়ে সামহোয়্যারকে বেছে নিলাম। বিতর্ক এড়াতে শুধু ছোট ছোট করে কথা বলে যেতে চাই। বিতর্কে বিক্ষত হতে নয়, শুভতার জন্য যেহেতু এত কষ্ট, শুভতার কথা বলতে চাই। ফ্লাডিং হচ্ছেই সামুতে। ফ্লাডিং হবেই সংকটকালে।

সংকটকালে সময় নিয়ে মনোযোগ দেয়ার বা ধৈর্য্য ধরার উপায় থাকে না। তাই দেখতে পাই, সিদ্ধ ব্লগাররাও ব্লগক্ষেত্র বাদ দিয়ে ফেসবুক টুইটার বেছে নিচ্ছেন। সেখানেই পোস্ট দিচ্ছেন। ছোট ছোট। এমন তো না, যে দিনে কয়েকটা পোস্ট আসছে না এক ব্লগার থেকে।

একেকজন ব্লগার, বিশেষত যাঁরা কোন সংঘাতের পথে যাচ্ছেন, পোস্ট করেই যাচ্ছেন ৫/৭ টি করে। তাই এই অধিকার আমরাও চাই। তাই আটঘন্টা পরপর একটা মাইক্রোপোস্ট করতে চাই। শুভ হোক মাইক্রোব্লগিং। বি.দ্র. মাইক্রোব্লগিঙে কোন মেধাস্বত্ব থাকবে না।

আমরা চাই ফেসবুক স্ট্যাটাসের মত এই কথাগুলোও চাইলে যে কেউ ব্যবহার করুক। পোস্টগুলো যে কোন স্থানে, কোন পরিস্থিতিতে, যে কোনভাবে যে কোন নামে পুনর্বার ব্যবহার করা যাবে। কিন্তু একটা অক্ষরও পরিবর্ত হলে, সম্পূর্ণ পোস্ট কপি না হলে পোস্টদাতার নাম ব্যবহার করা যাবে না। যেসব নিয়ে প্রশ্ন ওঠে সবচে বেশি, সে বিষয়গুলো নিয়ে মূলপোস্ট হচ্ছে এগুলো- পরিচয়: ১. বাঙালী ২. জামাতের আদর্শ ও পরিণতি ৩. হেফাজতে ইসলাম ৪. হিজবুত তাহরীর মুসলিমের: ১. উপলব্ধির উপায় ২. একজন মুসলিমের তাহলে কেমন হতে হবে? লড়াই: ১. অবমাননায় মুসলিমের করণীয় ২. শাহবাগীরা কী চায় ৩. আস্তিক-নাস্তিক ক্যাচাল ৪. কারা লড়ছে, কেন লড়ছে ৫. শুধু বিধর্মে নয়, সংঘাত সর্বত্র জামাতের কিছু বিষয়: ১. জামাতের প্রচার পদ্ধতি ২. অবমাননা জামাতেই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.