আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের ১১৩তম জন্মবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের ১১৩তম জন্মবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ||কারা কবে কথা বলেছিল|| কারা কবে কথা বলেছিল, ভালবেসে এসেছিল কাছে, তারা নাই, তাদের প্রতীক হয়ে তবু কয়েকটি পুরানো গাছ আছে; নক্ষত্রেরা রয়ে গেছে নদীর ওপরে; চারিদিকে প্রান্তর ও ঘাস; দু'চারটে ঘরবাড়ি নীড় ও শিশির; কূলে কূলে একলা আকাশ। যারা ছিল তারা কেও নেই; জীবন তবুও এক শান্ত বিপ্লবী; স্থির আগুনের মতো অবিরল আলোক দিতেছে; আলো ছাড়া দহে যার সবি। নিশ্চিত মৃত্যুর শুন্য আঁধারের আগে হে নিঃসঙ্গ বৃ্ক্ষ মনবিহঙ্গম তুমি, দেখেছিলে জেনেছিলে ভালবেসেছিলে; দ্রুত পরিবর্তনের পটভূমি পৃথিবীতে মানুষের যাওয়াআসা তবু শিগগিরই এ মাটির নিজের স্বভাবে মিশে সব লোভ প্রেম যুক্তিহীন ধূলো হয়ে যাবে প্রকৃতির কত শত অনন্ত অমিয়ে। _____________________জীবনানন্দ দাশ শুভ জন্মদিন - জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে— এই বাংলায় হয়তো মানুষ নয়— হয়তো বা শাঁখচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস কোনো— কিশোরীর— ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কল্মীর গন্ধভরা জলে ভেসে ভেসে।

আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গীর ঢেউএ ভেজা বাঙ্লারই সবুজ করুণ ডাঙ্গায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে। হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.