আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমা আমার

মানুষ তার স্বপ্নের সমান বড় প্রিয়তমা আমার, গভীর উদ্বেগ নিয়ে লিখছি, কিন্তু আমি যে অপারগ, ভীরু, আমি যে মুখ ফুটে বলতে পারিনা, আমি যে..................... আমার খুব শখ তোমাকে নববধূর রূপে সাজাবো, তুমি কপালে বড় করে একটি টিপ লাগাবে, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যাবো কোন এক অজানায়, চারদিক সাজানো থাকবে লাল-নীল ফুলে, যেখানে কোন ভয় থাকবেনা, যেখানে কোন মিথ্যা থাকবেনা। প্রিয়তমা আমার, শুধু আমি একলা নই, আরো হাজারটা আশাবাদী হৃদয় অপেক্ষা করছে তোমার এই রূপ দেখতে। কিন্তু, তোমার বুকে যে আজ ভীষণ খরা,ধূ ধূ মরুভুমি। তোমার বুকে চলে বুলেট, সন্ত্রাস-রাহাজানি, মিথ্যার হুংকার, লুটতরাজ, হানাহানি, ধর্ষণ। তোমার আর্ত চিৎকারে ফেটে যায় কানের পর্দা, কিন্তু ওদের বিবেকে বাঁধেনা। আমি এবং আমরা, চোখ-কান-মুখ-হাত-পা বন্ধ শুধু আফসোস করি, শুধু হাহাকার করি। গণতন্ত্র, ধিক এই গণতন্ত্র, চাইনা একনায়কতন্ত্র, চাইনা সমাজতন্ত্র, বিপ্লব চাইনা, ভালবাসা চাই, চাই মানবতন্ত্র, মানুষের সম্মান চাই, সুন্দর বাংলাদেশ চাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।