আমাদের কথা খুঁজে নিন

   

ইহাই আমাদের ্চুচিল সমাজের প্রকিত চিত্র।

try 2 lead a simple life যাত্রাবাড়ির ডাস্টবিনে ৪ নবজাতকের লাশ! ! ! ! ! ! হায় রে নির্লজ্জতা! হায় রে নির্মমতা! মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ! তাহলে এগুলো কি? কি হচ্ছে আজ আমাদের সমাজে? - ধর্মের কথা, পবিত্র জীবনের কথা বললেই তাদেরকে বলা হয় মৌলবাদী, উগ্র এমনকি জঙ্গিও। - অশ্লীলতা-বেহায়াপনার বিরুদ্ধে বললে বলা হয় - প্রতিক্রিয়াশীল, সেকেলে। - নারী-পুরুষের অবাধ মেলা-মেশার অপকারিতার কথা বললে বলা হয় - সেদিন আর নেই, উন্নয়নের জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। - ধর্মীয় অনুষ্ঠানাদি, ওয়াজ মাহফিল বন্ধ - কারণ এতে নাকি জঙ্গিবাদের উত্থান হতে পারে! - ইসলামী বইপত্র, এমনকি কুরআন, হাদিসের বইপত্রও বাসার রাখা নিরাপদ নয় - কারণ, এগুলো জিহাদি বই! - তবে পাড়ায়-মহল্লায় অবাধে নাচ-গানের অনুষ্ঠান, কনসার্ট হতে কোনো বাধা নেই। - আছে অবাধ সব নির্লজ্জ ও বিকৃত রুচির আকাশ চ্যানেল আর উন্মুক্ত সব অশ্লীল সাইট্‌স! - যুবক-যুবতীদের হাতে-হাতে মোবাইল, ভিডিও, আছে লং-টক, ডিজুস সুরসুরি অফার! - এনার্জি ড্রিংক্স, মাদক, জন্ম-প্রতিরোধক সরঞ্জাম ও ওষুধ সব জায়গায় হাতের নাগালেই।

- মানবতার আত্মস্বীকৃত চিরশত্রু ইবলিসের কি আর কিছু করার আছে এ দেশে? তাহলে? এ কোন পথে এগোচ্ছে আমাদের সমাজ? কিছুক্ষণ আগে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি ডাস্টবিন থেকে চার নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে দশটার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা তাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে উদ্ধার করে যাত্রাবাড়ি থানায় নিয়ে যায়। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, কোন ক্লিনিকে গর্ভপাতের পর অপূণাঙ্গ বাচ্চাগুলোকে কে বা কারা ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ দুপুর ১২ টার দিকে সেগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এগুলোকে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। # এগুলো কি বৈধ মানব সন্তান? না অন্য কিছু? # আর অবৈধ হলেই এর জন্য দায়ী কি এরা? # এর প্রতিকার উদ্যোগ কোথায়? কিছু বললেই তো মোল্লা/দালাল বলা হচ্ছে! # আমাদের কি এখনো বোধোদয় হবে না? ঘুম ভাঙ্গবে না আমাদের? # নাকি নিজের ঘর-সংসারে ভয়ানক এ দুর্ঘটনা ঘটার (আল্লাহ ফরবিড!) অপেক্ষায় থাকবো আমরা? # সমাজের যে অবস্থা? শুধু নিজে চুপ করে বসে থেকে ভালো থাকার সুযোগ কি আর অবশিষ্ট আছে? # মানুষ নামের মর্যাদা বজায় রাখতে কি আমরা এখনো সচেষ্ট হয়ে উঠবো না? # যদি এরা অবৈধ সম্পর্কের ফসল হয়, তাহলে এই নিষ্পাপদের কাছে কি জবাব দেবে আজকের মানবতা? # আর এসব জঘন্য অপকর্মের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলতে কি এখনো আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবো না? এতাই যদি চুচিলতা হই তাহ্লে আমি চুচিল হাওয়া কে ঘ্রিনা করি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.