আমাদের কথা খুঁজে নিন

   

ইহাই কি ভণ্ডামীর চূড়ান্ত নমুনা? মালালা ইউসুফজাই এর জন্য এত দরদ উথলে উঠল কিন্তু আবদুর রহমান আল আওলাকির দরদ কৈ গেল?

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। যদি আমি আজ থেকে কয়েক দিন আগে আপনাকে প্রশ্ন করতাম Do u know Mala Yousafzai? আপনি নির্দিধায় উত্তর দিতেন Don't know. কিন্তু বাস্তবতা এখন উল্টো। পৃথিবী আনাচে কানাচের প্রতিটি মানুষই এখন মালালা ইউসুফজাইকে চেনে! কারন একটাই মালালার প্রশ্ন বিদ্ধ কিছু কথা যা তথাকথিক মানবতার দরদি(?) পশ্চিমাদের পছন্দ হয়েছে। পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সোয়াত এলাকায় কিশোরি মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানদের গুলি চালানোর ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পশ্চিমা নেতারা যখন হৈ চৈ করছেন তখন আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর হামলায় শতশত শিশু নিহত হচ্ছে। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার শিশু নিহত হয়েছে কিন্তু পশ্চিমা কথিত মানবতাবাদীরা একেবারেই নীরব রয়েছেন।

কই তাদের নিয়ে তো কেউ প্রতিবাদ করেনা? গত রোববার (১৪/১০/২০১২) আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নাওয়া জেলায় দু'টি ছেলে ও একটি মেয়ে শিশু জ্বালানি কাঠ সংগ্রহের সময় তাদের ওপর বিমান হামলা চালিয়ে হত্যা করা হ'ল। ১৬ বছরের আবদুর রহমান আল আওলাকিকে যে অন্যায়ভাবে খুন করা হল তার জন্য কেউ কথা বলে না? কেন? ওই তিন নিষ্পাপ শিশুকে হত্যা করে তারা দুঃখ প্রকাশ করেই দায় পার। যখন স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকার সামনে দুই সন্তানকে জবাই করা হয়েছে। যখন আফিয়া সিদ্দিকা/ফাতিমাকে প্রতি রাতে ১০ জন মার্কিন সৈন্য ধর্ষন করছে। কই তাদের নিয়ে তো কেউ প্রতিবাদ করেনা? ড. আফিয়া সিদ্দিকার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বাগরামে কুখ্যাত মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা বলেছেন নির্যাতনে একজন নারী বন্দির আর্তচিত্কার অন্য বন্দিদের সহ্য করাও কষ্টকর ছিল।

ওই নারীর ওপর নির্যাতন বন্ধ করতে অন্য বন্দিরা অনশন পর্যন্ত করেছিল। যখন ধর্ষন ও নির্যাতনের গ্লানি সইতে না পেরে নিজের সম্ভ্রম বাচাতে আবু গারীব কারাগারে তার মাথা জেলের দেয়ালে সাথে আঘাত করতে করতে মৃত্যুকে বরন করল। কই তাকে নিয়ে তো কেউ প্রতিবাদ করেনা? মালালা এবং আবদুর রহমান আল আওলাকির উভয়েই কিশোর। মালালার জন্য এত দরদ উথলে উঠল কিন্তু আবদুর রহমান আল আওলাকির জন্য আপনার দরদ কৈ গেল? ইহাই কি ভণ্ডামীর চূড়ান্ত নমুনা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.