আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে কি কেবলি ইহাই চলে???



এই ব্লগে ভালো আলোচনার চেয়ে কাদাছোড়াছুড়িই বেশী চলে----এর কারণ টা কি? আমরা বাঙ্গালীরা সম্ভবত ভালোকিছু খুব বেশি সময় সহ্য করতে পারিনা। আমাদের হজমের সমস্যা আরকি। কথাটা হয়তো ব্যাঙ্গাত্বক হলো কিন্তু তাই কি সত্যি নয়? অনলাইন জুড়ে নানান ভাষা-ভাষীর নানান ব্লগ রয়েছে, আমার অভিজ্ঞতায় এমন সার্বক্ষনিক ছিদ্রান্বেষন, গালি-পাল্টা গালি, ব্যক্তি আক্রমন দ্বিতীয় কোথাও পাইনা। আবার এমনও হতে পারে যে আমরা "বাঙ্গালীরা" এই করেই আনন্দ পাই। আমরা ব্লগে আসি একটু গালাগালি করতে এবং চতুরতার সাথে অন্য ব্লগারদের ছিদ্র উন্মোচন করতে; এবং এই করতে পেরে নিজে নিজেই "somebody" বনে যাই।

আর পাশ থেকে হাত তালি দেবার দর্শকেরতো কোন কালেই অভাব নেই। সাথে আছে আমাদের মেরুদন্ডের সমস্যা......real life এ আমরা যা করতে চাই কিন্তু পারিনা, সেই খেদটা মেটাই ব্লগে এসে। সমস্যাটা আরও হাস্যকর হয়ে উঠে যখন দেখি কোন serious post এর seriousness কে ঝাটা মেরে উড়িয়ে দেয় নীচের মন্তব্যগুলো। গঠন মুলক আলোচনা-সমালোচনা দুই ই কাম্য কিন্তু ব্যক্তি-আক্রমণ কেন? আবার কেউ কেউ আছেন যারা অন্যের ব্লগে বসে নিজেদের মদ্ধে কাদাছোড়াছুড়ি করছেন যাদের কারই ব্লগটি নয়। এই সমস্যার সমাধান কোথায়? কতৃপক্ষ? ......না............হ্‌ ।

তাহলে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.