আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টগুলো যদি কোনোদিন বন্যার জলে সয়লাব হয়

শাফিক আফতাব------- আমি তো কবেই তোমার থেকে ফিরে এসেছি, এই যে দেখছোনা আমি দাঁত কেলিয়ে হাসছি, : এসব অভিনয়। আমি শেষবিন্দু রক্ত দিয়ে কোনো একমাত্র সন্তানের বাবার মতোন শিশুটি বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছি, কোনো রাষ্ট্রে য্দ্ধু বাঁধার আগে মানবতার ন্যুন্যতম বোধটুকুও কোনো রাজার মতোন ভেবে দেখেছি, শেষে কোনো কাজ হয়নি। অগ্নিতে লম্ফমান পাগলের মতোন তোমাকে ফেরাতে পারিনি, তুমি এই অলিক আধুনিকতার স্রোতে গা ভাসাবে বলে বাংলা ভাষার ব্যবহার্য শব্দে নিয়ে এলে ইংরেজি ঢং বেশবাসে নিয়ে এলে কাটপিস কাপড়ের ডিসকো স্টাইল, অধিকারের নামে স্বাধীনতার অবাধ ক্ষেত্র পেয়ে অনাচারি হয়ে উঠলে, তোমাকে মেনে না নিয়ে আমার আর কী বা গতি ছিলো ! এই আমাকে দেখছো একজন ভদ্র মানুষ, আসলে তা না, আমি ভিলেনের সেরা অভিনয় করে যাচ্ছি, আমি ভিতরের নির্জন নদীটির কষ্টগুলো যদি কোনোদিন বন্যার জলে সয়লাব হয় দেখবে এই হাসিমাখামুখ মানুষটি কী করে মাটির মতোন সয়েছিলো যাপিতজীবনের যাতনাসকল। তুমি একদিন বুঝবে আমি সে অপেক্ষাতেই থাকলাম।........... ১২.০৪.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।