আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টগুলো এমন কেন !!!

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা কষ্টগুলো এমন কেন !!! কষ্টগুলো এমন কেন ... বুকের ভেতর বিধেঁ ... হাহাকার আর শুন্যতা ... প্রতি নিশ্বাস নিতে নিতে ... কষ্টগুলো এমন কেন ... কেন এত কাদায় ... চাইছিনা তবুও কেন ... তোমায় এত ভাবায় ... কেন এমন কষ্টগুলো ... বুকের ভেতর রিক্ত ... দেখতে কি পাও ... তোমায় ভেবে চোখ দুটি আজ সিক্ত ... ইচ্ছা তোমার যা খুশি তা ... করতে তুমি পারো ... সেটা ভেবে বোকা আমি ... পুড়বো কত আরো ... বোকা আমি, ছোট্ট আমি ... স্বপ্ন দেখি আজো ... এই তো তুমি, ঐ যে তুমি ... আমার পাশেই আছো ... কষ্টগুলো এমন কেন ... বলবে আমায় তুমি ... কেন সকল মিথ্যে জালে ... স্বপ্নগুলো বুনি ... তোমার আমার স্বপ্নমায়া ... ছিল কি তবে ভুল ... স্বপ্ন নিয়ে চলতে গিয়ে ... তাই দিতে হবে মাশুল ... বলবে তুমি ... আমায় ভালোবেসেছিলে কবে !!! ... তোমায় নিয়ে এই কষ্টগুলো ... মিথ্যে ছিলো তবে !!! ... কষ্টগুলো এমন কেন ... বলবে আমায় তুমি ... কেন এত কষ্টে পুড়েও ... তবুও প্রহর গুনি ... ...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।