আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টগুলো কখনো মরে না

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

জীবন, আমি তোমার মাঝে আমাকে খুজিঁ, আর আমার মাঝে তোমাকে..। তোমাতে আচ্ছন্ন থেকেও অনুভব করিনা তোমায় বরং আমার বোধের দেয়ালে ফুটে উঠে সম্পর্কের শীতল তাপমাত্রা সেন্টিগ্রেডে, ফারেনহাইডে, ব্যারেমিটারে। যেটুকু ঊষ্ণতা মেলে দ্বিধা -দ্বন্দের জমজ ভাবনার তাতে থাকে আগুন রঙা সর্ষে ফুলের মোহাচ্ছন্নতার নিবিড় উত্তাপ। অন্বেষণে ভালবাসার গন্ধ পাই অপার্থিব বীষ নীলে হারানো সত্তার সাদৃশ্য খুজে অভিমানের আস্তরন কষ্টগুলো কখনো মরে না , বেচে থাকতে জীবন। অবহেলার ঘুনপোকার মতো কাঁদে নিগূঢ় স্মৃতি হয়ে অবজ্ঞার বিবর্ন আবেগ ছিড়ে ফেলে বাঁধন নগ্ন পূর্ণিমার জোয়ারের মতো উথলে উঠে ঢেউ আচড়ে পড়ে হৃদয়ের দু’কুল ছাপিয়ে ভাসিয়ে দিয়ে সাংসারিক সীমারেখা আমি টুকরো টুকরো হয়ে যাই তবু চলি পৃথক একাকিত্বের গতিকে তরঙ্গ দেয় গন্তব্য পাড় ভেঙ্গে বিস্তার করি অর্ন্তমুখীতার অবরুদ্ধ দেয়াল। আমি ছুটতে থাকি তোমার কাছে যতই ছুটি, দুরত্ব রেহাই দেয়না কখনো শুধু সময়ের বিনাশ করে ইন্দ্রজাল, কখনো দেখা মেলে না তোমার, বলাকার ঘরে ফেরার শুভ্র স্রোত আমাকে পথ চেনায়, সে পথে ফিরে আসি আপনার অতি চেনা বৃত্তে, আবার তোমাকে খুঁজি, খুঁজি আমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।