আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টগুলো বুকের মাঝে ১



বাবার মতো আমি অতোটা ভেঙ্গে পড়িনি । এইতো কিছুক্ষণ আগে একটা মাল্টিন্যাশনাল এ ইন্টারভিউ দিয়ে এলাম। ভালোই দিয়েছি মনে হচ্ছে। জানি না চাকরীটা হবে কিনা, আমার তো আর খুটির জোর নেই। কেন জানি না খুব করে মনে পড়ছে ক্যাম্পাসের সেই সিনিয়র ছেলেটাকে ।

নবীন বরণের পরদিন ডিপার্টমেন্টের প্রোগ্রামে অল্প কিছুক্ষণ কথা হয়েছিলো, ফাইনাল সেমিষ্টার এর ছাত্র। এরপর ওনাদের প্রিপারেটরী লীভের সময় কাঠফাটা রোদ ঝরা এক দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনারে আবার দেখলাম। আমাদের অফ ছিলো। আমি আর শুভ্রা বাদাম খাচ্ছিলাম। আধঘন্টায় তৃতীয় সিগ্রেট টা ধরাতে দেখে এতো সিগ্রেট খান ক্যানো জিজ্ঞেস করে অতি উদ্ভট একটা উত্তর পেয়েছিলাম - "আসলে চোখের সামনে ধোয়া না দেখলে আমার ভালো লাগেনা" ।

চমৎকার ভদ্র, অসম্ভব মেধাবী আর মায়াভরা চোখ দুটোর অধিকারী তিনি আমার তরুণী মনকে ক্যামন যেনো একটা ঘোরের মাঝে ফেলে দিয়েছিলেন। কিন্তু এগোনো হয়নি বাবার কথা ভেবে। বাবা তো গত ২২ বছর ধরে এক আমাকে নিয়েই আছেন। নিজের চাকরী, ক্যারিয়ার, বন্ধুত্ব কোন কিছুর দিকেই তাকাননি। আজ আমি সামান্য মোহে যদি ভেসে যাই তো বাবার কী হবে? অবশ্য এটা জানি যে বাবার মনে যতো কষ্টই থাক উনি আমার কোন পছন্দকে ঠেলে দিবেন না।

এরপর তো এক এক করে আট টা সেমিষ্টার পার হয়ে এলাম। নিজের পড়াশোনা আর ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ততায় কীভাবে যে অতগুলো দিন কেটে গেলো! মনে হচ্ছে এই তো সেদিনের কথা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।