আমাদের কথা খুঁজে নিন

   

আমার কষ্টগুলো



আমার কষ্টগুলো আজম মাহমুদ আমার কষ্টগুলো একটু অন্য রকম মেঘে মেঘে সংঘর্ষে বিদ্যুৎ চমকে উঠা কষ্ট নয় আমার কষ্টটা তোমাকে কষ্ট দেয়ার কষ্ট। আমার উরুর মাঝখানে একটা কষ্ট আছে পাপভয়ে তোমাকে সুখী করতে না পারার কষ্ট। আমার দুই হাতে দুই মুঠো কষ্ট আছে আদর্শ বাঁচিয়ে রাখার দায়ে জমেছে এই কষ্ট। বুক জুড়ে বসতি গড়েছে পুরু কষ্টের আবরণ তুমি পিষ্ট হতে চাইলে তোমার বুকের ভার বেড়ে যেতে পারে বলে থমকে যাওয়ার কষ্ট। আমার মস্তিষ্ক জুড়ে ক্রমশ বেড়ে উঠছে তোমাকে বাধ্যতার কষ্ট দেয়ার কষ্ট। আমার কষ্টগুলো একটু অন্য রকম তোমার দেয়া কষ্ট আমার নয় বরং কষ্ট তোমায় দিতে গিয়েই এতো কষ্ট আমার। সত্যি আমার কষ্টগুলো একটু অন্য রকম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।