আমাদের কথা খুঁজে নিন

   

ডিসিসির অর্গানোগ্রাম সংশোধন করার দাবি জানিয়েছে পরিবহন চালক-শ্রমিক কর্মচারী ইউনিয়ন

যেমন কর্ম তেমন ফল। ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নতুন অর্গানোগ্রাম সংশোধনের দাবি জানিয়েছে ডিসিসি পরিবহন চালক-শ্রমিক কর্মচারী ইউনিয়ন। একই সঙ্গে তারা জ্বালানি তেলের বরাদ্দ না কমিয়ে ঠিক রাখার দাবিতে গতকাল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বৈঠক করেছেন। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিটি কর্পোরেশনের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক সূত্র জানায়, ডিসিসিকে দুই ভাগ করার পর থেকে উভয় অংশের জন্য নতুন করে অর্গানোগ্রাম তৈরির উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

তারা একটি অর্গানোগ্রাম তৈরি করে সেটা মন্ত্রণালয়ে পাঠায়। নতুন অর্গানোগ্রামে পরিবহন বিভাগকে বিভাজন করে ভারী পরিবহনের চালক-শ্রমিকদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়। আর হালকা যানবাহনগুলোকে মূল পরিবহন বিভাগে রাখা হয়। তারওপর সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রতিটি হালকা গাড়ির বিপরীতে মাসিক ৩০০ লিটার জ্বালানির পরিবর্তে বরাদ্দ কমিয়ে ২০০ লিটার করার কারণে পরিবহন চালক-শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকালের বৈঠকে প্রতিমন্ত্রী পরিবহন চালক-শ্রমিকদের কথা শোনেন।

পরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করে দেয়া হবে। সেই কমিটিতে পরিবহন চালক-শ্রমিকদের প্রতিনিধি থাকবে। কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ডিসিসি পরিবহন চালক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, নতুন অর্গানোগ্রামে পরিবহন বিভাগকে দুটি ভাগে ভাগ করায় সাধারণ চালকদের আর পদোন্নতির সুযোগ থাকল না। আগে হালকা গাড়ির চালকদের দক্ষতা বৃদ্ধি পেলে তারা পদোন্নতি পেয়ে ভারী গাড়ি চালানোর সুযোগ পেতেন।

কিন্তু ভারী যানবাহনগুলোকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করার ফলে তাদের আর ভারী গাড়ির চালক হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। এটাই আমরা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেছি। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক খলিলুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানুল ইসলাম চৌধুরী, মহাব্যবস্থাপক (পরিবহন) আ শ ম এমদাদুদ দস্তগীর, পরিবহন চালক কর্মচারী ইউনিয়নের সভাপতি আক্তার দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.