আমাদের কথা খুঁজে নিন

   

ডিসিসির প্রশাসকে সচিবের অনীহা

বুধবার স্থানীয় সরকার বিভাগের দুই অতিরিক্ত সচিবের মধ্যে উত্তরে কে এম মোজাম্মেল হক এবং দক্ষিণে অশোক মাধব রায়কে অতিরিক্ত দায়িত্ব দেন মন্ত্রী। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপণ জারি করা হয়নি।
তবে শনিবার দায়িত্ব নিতে অনিহার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব অশোক মাধব রায়।
কী করণে তিনি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন তা খোলাসা না করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রশাসকের দায়িত্ব নেইনি। আমার আগ্রহও নেই।

আমি না করে দিয়েছি। ”
অন্যদিকে উত্তরের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন জানিয়ে বুধবারই ‘অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার’ কথা তুলে ধরেন কে এম মোজাম্মেল।  
উত্তরের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নতুন কাউকেও নিয়োগ দিতে পারেন। সরকারি দায়িত্বে আগ্রহ বা অনাগ্রহের কিছুই নেই। যাকে যে দায়িত্ব দেয়া হবে তাকে সে দায়িত্বই পালন করতে হবে।


এরই মধ্যে অনির্বাচিতদের দায়িত্ব দেয়ার সমালোচনা এসেছে খোদ একজন মন্ত্রীর কাছ থেকে। বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর ফলে জবাবদিহি থাকে না। ২০১১ সালের নভেম্বরে উত্তর ও দক্ষিণ নামে ডিসিসি ভাগের পর ৪ ডিসেম্বর অতিরিক্ত সচিব পদ মর্যাদার দুই কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেয় সরকার। ১৮০ দিনের মধ্যে ডিসিসির দুই ভাগে নির্বাচন না হওয়ায় আইনি বাধ্যবাধকতার কারণে প্রশাসকও পরিবর্তন হয়।
গত বছর ৩১ মে দ্বিতীয় দফায় দুইজনকে নিয়োগ দেয়া হয়।

এরপর নভেম্বরে তৃতীয় দফার দায়িত্ব পান ঢাকা উত্তরে মোহাম্মদ মাহমুদ রেজা খান এবং দক্ষিণে নজরুল ইসলাম। একই বছরের ২৪ মে ভোটের তারিখ রেখে ঢাকার দুই ভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তবে আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়।
গত ১৩ মে এ স্থগিতাদেশ প্রত্যাহার হলেও সীমানা নিয়ে নতুন শঙ্কায় এ মুহূর্তে নির্বাচন না করার কথা জানিয়েছে ইসি।
৫৭ নম্বর ওয়ার্ড গঠন
এদিকে সুলতাগঞ্জ ইউনিয়নের ১৩টি এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।


স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান জানিয়েছেন, নতুন ওয়ার্ড হিসেবে গেজেট প্রকাশের জন্য আইনমন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। রোববার এ বিষয়ে জানা যাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.