আমাদের কথা খুঁজে নিন

   

ডিসিসির কর কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি দুদকের

অবৈধ সম্পদ অর্জনের কারণে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) গুলশান জোনাল অফিসের সাবেক কর কর্মকর্তা মো. ইউসুফ মিয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বিকেলে দুদক কর্তৃপক্ষ এ মামলার অনুমতি দেয়।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, দুদকের অনুসন্ধান অনুযায়ী মো. ইউসুফ মিয়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২২ লাখ ২১ হাজার ৭৫৩ টাকার তথ্য গোপন করেছেন। এ বিষয়ে আগামী কর্মদিবসে তাঁর বিরুদ্ধে ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হবে। এ মামলার বাদী হবেন দুদকের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।



তেজগাঁও এসি ল্যান্ডের দুর্নীতি অনুসন্ধান
তেজগাঁওয়ের সহকারী কমিশনার, ভূমি (এসি ল্যান্ড) আবদুল্লাহ আল মামুন তালুকদারের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ বিষয়ে আজ দুদকের উপপরিচালক নুরুল হককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তেজগাঁও এসি ল্যান্ড কার্যালয়ে প্রতিদিন যেসব ফাইল নথিভুক্ত হয় তার বেশির ভাগ আদেশপত্রের (অর্ডার শিট) এক কোণে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০, ৩৫,০০০; আবার কখনো সংক্ষেপে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ১০০ প্রভৃতি সংকেত লেখা থাকে। এর পূর্ণাঙ্গ অর্থ হলো ১০ হাজার, ২০ হাজার, ৩০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার ও এক লাখ টাকা। আর এসব হচ্ছে ঘুষের পরিমাণ বোঝানোর সংকেত।



পারটেক্স সুগারের অনিয়ম
অবৈধভাবে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান পারটেক্স সুগারকে ঋণ দেওয়ার অভিযোগে সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখার আরও সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হলেন সোনালী ব্যাংক বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখার সাবেক ও বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের ডিজিএম মেজবাহ উদ্দিন, প্রধান কার্যালয়ের শিল্প প্রকল্প অর্থায়ন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. শাহ আলম, এক্সিকিউটিভ অফিসার মো. ইসমাইল, দুই এজিএম আবুল কালাম মো. ইসহাক ও সুখেন্দু বিকাশ সাহা, সাবেক ডিজিএম মেজবাউল হক ও বর্তমানের ডিজিএম তারিকুল ইসলাম চৌধুরী।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, অনুসন্ধান দল মামলা করার মতো তথ্য পেয়েছে। অভিযোগ রয়েছে, এলসির বিপরীতে ৩০ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি করলেও তা বিক্রি করে কোনো টাকা ব্যাংকে জমা না করে ব্যাংকের অর্থ আত্মসাত্ করেছে পারটেক্স সুগার মিলস লিমিটেড। এ কাজে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানের পারস্পরিক যোগসাজশ রয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.