আমাদের কথা খুঁজে নিন

   

সবুজের প্রত্যয়

এইচ এম শরীফ উল্লাহ ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ মনোগত ভালো মন বাহিরে তৃপ্তি, সুখে আছে সেই জন মনে যার দীপ্তি। স্বার্থপর যেই জন সেই তো দুর্জন! হয় যে পিশাচ সদা তারে করি বর্জন। এক সাথে এসো সবাই সমাজটাকে সাজা্‌ই, সবার সুখে সুখী হয়ে আনন্দে সানাই বাজাই। ঢেলে দেই মনের কোঠায় আছে রং যত, এসো না সবে মিলে হই সুসংহত। চির মানবতার বাঁধনে গড়ে তুলি প্রেমের বন্ধন, অসহায় দুখী’র কপালে এঁকে দেই সুখচন্দন। এসো সবুজ, এসো তরুণ এসো দৃপ্ত পদে চলি, দেশ,সমাজ,জাতী গড়নে অগ্নি প্রত্যয়ে জ্বলি। —— মে-১৩, ২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।