আমাদের কথা খুঁজে নিন

   

নিভু নিভু মোমবাতির মত...

খুব ধীরে ধীরে আমি কি তোমাকে ভুলে যাচ্ছি ? সময়ের খেয়ালে তোমার স্মৃতিগুলো ধূসর হয়ে যাচ্ছে। নিভু নিভু মোমবাতির মত... আমার দুই হাতের মাঝে তোমার মুখছবি দীপ্তি পায় না এখন। কোনো গভীর রাতে এখন আর শিশুর মত কেঁদে উঠতে ইচ্ছে করে না। দেয়ালের ছবিগুলো অনেক দুর্গম কোথাও সরিয়ে রেখেছি। কবি শামসুর রাহমানের "একটি ফটোগ্রাফ" অনেক আগেই পরীক্ষার খাতায় রেখে দিয়ে এসেছি।

হৃদয়ের এক গোপন কুঠুরিতে তালাবদ্ধ সমস্ত আবেগ... কোথায় হারিয়ে ফেলেছি চাবি ? খুঁজে দেখার অবসর নেই। স্বপ্নেও তোমার আনাগোনা নেই। গভীর ঘুমে রাত শেষ... কেউ বুঝুক আর নাই বা বুঝুক। হঠাৎ হঠাৎ... ঘুম ঘুম চোখে... ভারি একটা স্কুলব্যাগ কাঁধে ঝুলিয়ে তোমার হাত ধরে আবার আমার নার্সারি স্কুলে যেতে ইচ্ছে করে। খুব সকালে এ্যালার্ম ঘড়ি বন্ধ করতে গিয়ে তোমার বকাঝকা মনে পড়ে... "পড়াশোনা করা লাগবে না... সারা দিন ঘুমায় থাক।

" এর বেশি কিছু না... একদমই না। সুখস্মৃতি অভিমানী ফেরারি... জীবন এক আনন্দময় কারাগার। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।