আমাদের কথা খুঁজে নিন

   

নিভু নিভু

বলার মত কিছু নাই।

মনের হাজার বাদল দিন চলে যায়, সেথায় লাখো আগুন শিখায় লকলকায়। সেই আগুনে পুড়ে মরি এই আমি; এই না হলেও সেই আমি পুড়ে হই ছাই- এই না হলেও সেই আমি কোথায় ভেসে যাই। চোখের সুর্য নিভু নিভু যেন কেউ হঠাৎ! নেই নেই কেউ আছে শুধু ছাই প্রপাত ছাই চাপা এই আগুন আর কত রাত? এইটা কোন কবিতা হলো?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।