আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আযম অভিযুক্ত

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে অভিযুক্ত করে তার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রোববার অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৫ জুন দিন রাখেন। অভিযোগ গঠনের আগে আদালত আসামির কাছে জানতে চান- তিনি দোষী না নির্দোষ? জবাবে গোলাম আযম বলেন, “এতো অল্প সময়ে এতো অভিযোগের বিষয়ে কথা বলা যায় না। তবে আমি নিজেকে দোষী বলে মনে করি না। ” তিনি আদালতকে বলেন, ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের যে তালিকা হয়েছিল- তাতে তার নাম ছিল না।

“আমার নাম ছিল দালালদের তালিকায়। কিন্তু শেখ মুজিবুর রহমানের সরকার সে সময় সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই হিসাবে আমি আগেই ক্ষমা পেয়ে গেছি”, বলেন রংপুর কারামাইকেল কলেজের এই সাবেক শিক্ষক। এরপর তিনি রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করলে বিচারক তাকে থামিয়ে দেন। আদালতের আদেশে বলা হয়, “উত্থাপিত অভিযোগ শোনার পর এই অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে এখন বিচার শুরু করার নির্দেশ দিচ্ছি।

” এর আগে বিচারপতি নিজামুল হক প্রায় দুই ঘণ্টা ধরে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনান। জামায়াতের ‘গুরু’ হিসেবে পরিচিত ৮৯ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও ছিল তার।

একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তিনি। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে আসেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.