আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখ এল

জীবন েযখােন েযমন

বৈশাখ এল, বৈশাখ এল বাঙ্গালীদের দ্বারে, পান্তা ইলিশ, মন্ডা মিঠাই খাব ঘরে ঘরে। বটতলাতে যাব মোরা পড়ে লাল শাড়ি, মেলা থেকে কিনব আবার হরেক রকম চুড়ি। পাঞ্জাবী আর ফতুয়াতে লাগবে তোমায় খাসা, সারা বছর থাকবে ভাল এই তো করি আশা। তাকডুমাঢডুম তাকডুমাডুম বাজবে কত ঢোল, রূপে অপরূপা হবে বাংলা মায়ের কোল।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।