আমাদের কথা খুঁজে নিন

   

দেখানো

দেশ কে চালাবে সরকার, আরে দুর, আমার সরকার তো আমি নিজে. সম্রাট কথ্য------ বিষয় : দেখানো বিস্তারিত : দেখানো জিনিস টা হলো যেটা আমি না সেটা নিজেই সবাইকে দেখানো । যেমন প্রেমিক হলো গরিব কিন্তু প্রেমিকা কে বলে ধণী। চাকুরীক্ষেত্রে দেখানো যে আমি এটা পারি ওটা পারি আসলে কিছুই না। বাসায় সন্তানরা সবাই দেখায় পিতামাতার ভক্তি আসলে সেটা ভক্তি না অন্য কিছু। ঘড়ের শাশুড়িকে ইমপ্রেস করার জন্য বউদের আকুল পরিশ্রম দেখানো ।

এই দেখানো জিনিসটা অনেক ক্ষেত্রে আবার ভালো যেমন - ডাক্তার বলল রুগি মাত্র ঘন্টা বাচঁবে কিন্ত রুগি কে বলা যে তোমার কিছু হয় নাই। ছেলে রিক্সা চালায় বাবা মা কে খাওয়ায় কিন্তু বাবা মা জানে উনাদের ছেলে বড় অফিসে কাজ করে। কিন্তু সবসময়ের মত ভালো থেকে খারাপ বেশি। এতে আসল ব্যাক্তিরা হারায়ে যায় নাম তো পরে তারা বদনাম বেশি হয়। কিন্তু যে ভাল সবসময় ভালো আসল হিসাবে লিখা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.