আমাদের কথা খুঁজে নিন

   

হাজারো বৃষ্টির রাতে

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন একদিন বৃষ্টির রাতে, ভিজেছিলে হাত রেখে হাতে । ছিলনা মুখে কোন কথা, শুধুই নীরব চেয়ে থাকা ! আর ঐ জ্যোৎস্নাটা এসে, যখন ভিজিয়েছিল তোমায়, যখনই পরেছিল গালে, আমি ঈর্ষায় মরেছি গো জ্বলে! পারিনি তো বলতে তোমায়- ও চোখে আমার দাবি শুধু, আর কেউ যেন না তাকায়, ও মন আমার মনের সাথেই, বাঁধা পড়ুক জনমের তরে । আর কেউ ছোঁবে নাকো তোমায় আর কেউ শুনবেনা গান, একান্ত মুহূর্ত গুলো শুধুই আমার প্রেমের অধিকার । ঐ চুল ছুবেনা তো কেউ গুজবেনা গোলাপ ভালবেসে, যাবনা কোনদিন ছেড়ে, থাকবো পাশেই, এমনটি হেসে । ভাবছ কি? বেশী হয়ে গেল? হলই নাহয় একটু বাড়াবাড়ি । হৃদয়ের কথা বলতে এসেছি, বলতে পেরেছি- তাতেই আমি খুশি! এমন হাজারো বৃষ্টির রাতে, আমি ভিজতে চাই তোমার সাথে যদি একটিবার হাতটি বাড়াও হেসে, জড়াব তোমায় আমি গভীর ভালবেসে । তবে চল, হাতে রাখো হাত, জীবন-মরণের তরে সঙ্গী হবার পণে; পাড়ি দেব যত বন্ধুর পথ, আর হারাব নিবিড় আলিঙ্গনে ! - দেবু ফরিদী (DEV D NIPUN) . @copyright: DEV D NIPUN.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.