আমাদের কথা খুঁজে নিন

   

****তোমার চোখে হাজারো মৃত্যুকূপ****

অতঃপর কাছে এলে তুমি...
তোমার মুখখানি বন্ধি হল আমার দশ আঙ্গুলের ফাঁকে।
অদ্ভুত অনুভবে চোখ বুজলে তুমি।
বিনা সঙ্কোচে আমি গুনতে থাকলাম-তোমার ডান চোখে কতটা পাপড়ি,
বাম চোখে কতটা।

আমি পারছিলাম না গুনতে,বার বার ভুলে যাচ্ছি মাঝপথে ,
আবার প্রথম থেকে শুরু, এভাবে অনেক বার।
মৃদু কম্পনে মেতেছিল তোমার চোখ,
পাপড়িগুলো মেতে উঠল অদ্ভুদ লুকোচুরিতে ।


তোমার উষ্ণ নিঃশ্বাসে ঘঠে গেল তিব্র শীতকম্পন-
যা আমাকে করে দিল লাগামছাড়া বেদুঈন।
অতঃপর চোখ মেলে দিলে কোমল মায়াতে-
তীক্ষ্ণ দৃষ্টিতে অবশ করলে আমার দস্যি চোখ।

তোমার চোখের প্রতিটি ভাজে আমি শুরু করে দিলাম অনুসন্ধান-
কোন ভাজটি তোমার চোখগুলোকে করে দিল সমুদ্র গভীর ।
যতই দেখছি ততই গভীরে তলিয়ে যাচ্ছি অতলে-
এভাবে আমি হলাম মৃতপ্রায়।

অতঃপর আমার হাতে রাখলে তোমার হাত
ফিরে পেলাম আমার জীবন,
পুনঃ জীবন পেয়ে হয়ে গেলাম আমি উন্মাদ,
খুজে পেলাম হৃদয়ের অস্তিত্ব ।


নাকে ভেসে এল হৃদয়স্পর্শী তোমার চুলের ঘ্রাণ-
যা আমাকে আঘাত করল অনুভবের প্রতিটি শাখা প্রশাখায়,
অতঃপর আবার হলাম আমি মৃতপ্রায় ।

যে রহস্যে তুমি আমাকে জড়িয়েছিলে
তার সিকিভাগ বুঝতে চাইলাম মাত্র
এই প্রেমিকের জন্যে বসিয়েছ তোমার চোখে হাজারো মৃত্যুকূপ
এই প্রেমিক চাইবে রহস্য ভেদ যতবার,
ঐ চোখের মায়ার তার মৃত্যু হবে বহুবার।

ফুয়াদ । ২০-০৩-১৪।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.