আমাদের কথা খুঁজে নিন

   

হাবিজাবি

আমি তোমাদেরই একজন

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। সন্ত্রাসের ফলে বেশ কিছু ছাএ প্রান হারায়। অনেকে আহত হয়। যে প্রতিষ্ঠানে সন্ত্রাস হয়, সেটি অনেকদিনের জন্য বন্ধ হয়ে যায়। এতে ছাএদের পড়াশোনা ব্যাহত হয়।

সন্ত্রাসের জন্য অনেকে রাজনৈক দলগুলোকে দায়ী করেন। কেউ কেউ শিক্ষকদের দায়ী করেন। তাদের কথার মধ্যে কিছুটা সত্যতা আছে এতে কোন সন্দেহ নেই। কিন্তু আসল কারন অন্যএ। আমাদের শিক্ষা ব্যবস্থা ছাএদের চরিএর উপর কোন প্রভাব ফেলে না।

তাদের মানবিক গুনাবলির বিকাশ ঘটায় না। তাই ছাএরা সন্ত্রাসী হচ্ছে,এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। উচিত একদিন কামাল কলেজ থেকে হেটে বাসায় ফিরছিলো। বৃষ্টি হওয়াতে রাস্তা ভিজা ও পিচ্ছিল ছিলো। কামাল হাটার সময় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলো।

হঠাত সে পা পিছলে পড়ে গেল এবং বাম হাটুতে বেশ ব্যথা পেল। যনত্রনায় সে চেচাতে লাগলো। একটি রিকশাওয়ালা সে সময় সেই পথ দিয়ে যাচ্ছিল। কামালকে ঐ অবস্থায় দেখে সে তাকে রিকশায় তুলে নিয়ে কোথায় থাকে জিগ্ঘেস করলো এবং তাকে তার বাসায় পৌছে দিলো। কামাল তাকে ভাড়া দিতে গেল, কিণ্তু সে নিতে অস্বীকৃতি জানালো।

সে তাকে বিদায় বলে চলে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।