আমাদের কথা খুঁজে নিন

   

হাবিজাবি

অনেক দিন ধরেই আমার মনটা আনাছানা (আনচান) করিতেছিল এই জন্য যে আমার মাথার ভিতর একটি অদ্ভুত পোকা ঝি ঝি করিয়া আমাকে অস্থির করিয়া তুলছিল। যাহা হউক অবশেসে ইহার যন্ত্রনায় না টিকিতে পারিয়া আমি এহেন কর্ম করিতে বাধ্য হইলাম। ব্যাপারটা কি আমি কি করিতে বসিয়াছি আর কি করিতেছি? হে হে আমি কিনা লেখালেখি করব? আমার দ্বারা এহেন কর্ম এ জন্মে হইবে কি না তাহাতে বিলক্ষণ সন্দেহ রহিয়াছে। যে কিনা ক লিখিতে গেলে কলম কয়টা ভাঙে তাহার নির্দিষ্ট কোনো হদিস নাই। কি করিয়া যে আমার মাথায় ইহা আসিয়া জুটিল তাহা ভেবে পাই না।

একবার ভেবেছিলাম সাহিত্য রচনা করিব কিন্তু সাহিত্যের 'স' ও আমার মাথা থেকে বের হয় না। কিন্তু কি করিব আবার যখন মনে হয় সাহিত্য রচনা করিয়াই রবিন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র বিখ্যাত হয়েছেন। আমি মনে মনে ভাবি আমার দ্বারা যে সাহিত্য রচনা হইবে তার মাধ্যমে অক্ষাত ( কুক্ষাত হওয়ার ও যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে) বই বিখ্যাত হওয়া যাইবে না। ইদানিং একটা বাক্য পুনঃপুনঃ শুনিয়া আমার মনে যে একেবারেই আশার সঞ্চার হই নাই ঠিক তাহা বলব না। সেটা হচ্ছে ' হাল ছেরনা বন্ধু' সেই জন্যই যা একটু রক্ষা।

যেহেতু সাহিত্য জগতের উজ্জ্ব্ল নক্ষত্তের জীবনি পড়িয়া জানা যায় যে তাঁহারা কেউ ই বিখ্যাত হইবার নিমিত্তে লিখেন নাই তাই আমিও তাহাদের পথ অনুসরণ করিয়া শুরু করিলাম। এই হইল আমার সাহিত্য সূচনার কথা। এবার কবিতার কথায় আসি........... আমার কবিত্তের কথা আর কি বলিব এতদ্বসত্তেও কিছু না বলিয়া পারলাম না (পাছে আপনাদের কাছে কিছু গোপন করা হইবে) তাই সংক্ষেপে কিছু বলিয়া যাই। যতবারই আমি কবিতা লিখতে গিয়াছি আমার মনের ভেতর এক গোপন ভয় জাগ্রত উঁকি মারিয়াছে । তার কারনে আমি কবিতা লিখিতে গেলেই খাবি খাই এবং তাহা যে কতবার খাই, হিসাব করিতে গেলে আমার বৈজ্ঞানিক গণনা যন্ত্রের সাহায্য নিতে হইবে।

যাহা হউক গণিতবিদ্যায় আমি অতটা পারদর্শী নই যে সহজেই ফলাফল বের করিয়া ফেলিব। দুঃখিত আপনাদের অনুমতি ব্যাতিত কিছু বাক্য বিফলে খরচ করিয়া ফেলিলাম। যাহা হউক কবিতার ছড়া এবং ছন্দ কোনদিন যে আমার খেলা সাঙ্গ করে দিবে তাহা আমার সংরক্ষনাগারে নাই। এতকিছুর পরেও আমি কিভাবে লেখালেখির সাহস করি বলুনতো আপনারা। কে আমায় আশা দেবে, কে দেবে ভরসা??? অবশেষে আমি বলিয়া যাই.................... তালুকদার আমি তালুকদারিত্ব করিয়াছে আমাকে ত্যাক্ত, অবশেষে আমি হারায়েছি বিত্ত তবুও আমি তালুকদারিত্ব নিয়ে মত্ত।

(পুনশ্চঃ) আমি এই জগতে সবে মাত্র আমার জন্ম হইল তাই ভুল্ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।