আমাদের কথা খুঁজে নিন

   

"আমার প্রিয় কিছু HISTORICAL-WAR বেইজড মুভি"....

সকল স্বপ্ন সত্য হবে- ছেড়েছি এই আশা, জরুরী নয় সব স্বপ্নই- সত্য রুপে আসা... Historical war, ঐতিহাসিক যুদ্ধ-বিগ্রহ নিয়ে হলিউডে অনেক মুভিই তৈরি হয়েছে। মুভিগুলো কোনটার চেয়ে কোনটা কম নয়। আর, এই জেনারের মুভিগুলোই তুলনামূলকভাবে আমার সবচেয়ে প্রিয়। বিশেষ করে, রাজা-বাদশাহদের সময়কার যেখানে থাকে শুধু তলোয়ার যুদ্ধ আর ঘোড়া। আজকে এই জেনারের কিছু পুরনো মুভি নিয়ে লিখতে ইচ্ছা হলো, তাই লিখলাম- Braveheart (1995) নিষ্ঠুর ইংরেজ শাসক 'এডওয়ার্ড লংশ্যাঙ্ক' যার লোভী দৃষ্টি পড়ে স্কটল্যান্ডের উপর।

যে করেই হোক, দখল করে নিতে চান স্কটল্যান্ডের ক্ষমতা। 'ওয়ালেস'- এক বীর স্কটিশ যুবক। যার বাবা এবং ভাই ইংরেজদের হাত থেকে দেশকে রক্ষার জন্য জীবন দেয়। তখন সে অনেক ছোট। ধীরে ধীরে বড় হবার সে উপলব্ধি করতে পারে, তারা আসলে ইংরেজদের গোলাম।

যে মেয়েটিকে সে ভালোবাসতো, নিষ্ঠুর ইংরেজ সৈন্যরা তাকেও হত্যা করে বিনা কারনে। হিংস্র হয়ে ওঠে 'ওয়ালেস'। শপথ নেয়, যে করেই হোক, স্কটল্যান্ডকে সে মুক্ত করবে ইংরেজদের হাত থেকে। ফলাফল----??? অসম্ভব সুন্দর একটা মুভি। শেখার মত অনেক কিছুই আছে এতে।

আশা করি সবারই দেখা আছে মুভিটা। Gladiator (2000) জেনারেল ম্যাক্সিমাস। সততা ও সৎসাহসিকতার কারনে রোমান সম্রাট এবং তার লোকজনদের কাছে বেশ প্রিয় একটি নাম। তাই সম্রাট মৃত্যুর আগে, উত্তরসূরি হিসেবে নিজের ছেলে কমোডাস কে বেঁছে না নিয়ে ম্যাক্সিমাসকেই বেঁছে নেন রোম সাম্রাজ্যের দায়িত্ব পালনের জন্য। মেনে নিতে পারেনা কমোডাস।

নিষ্ঠুরভাবে নিজের পিতাকে হত্যা করে ক্ষমতায় বসে। ম্যাক্সিমাস ও তার পুরো পরিবারকে হত্যার নির্দেশ দেয় সে। ঘটনাক্রমে ম্যাক্সিমাস পালিয়ে বাঁচলেও নিজের ছেলে আর স্ত্রীকে সে বাঁচাতে ব্যার্থ হয়। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে ম্যাক্সিমাস। বন্দি হয় গ্ল্যাডিয়েটর সংগ্রহকারীদের হাতে।

প্রচণ্ড ভালো যোদ্ধা হওয়ার কারনে দ্রুত গ্ল্যাডিয়েটরদের কাছে জনপ্রিয় হয়ে পড়ে সে। একসময় সুযোগ আসে তার চিরশত্রু কমোডাসের সামনে লড়াই করার। মনে প্রতিশোধের আগুন--- Alexander (2004) দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার এর কথা সবারই কম বেশী জানা আছে। এই মুভিতে মূলত সম্রাট আলেকজান্ডারের কিছু দেশ জয় এবং ভারতবর্ষের কাছে এসে বিষপানে মৃত্যুর ঘটনাটিই তুলে ধরা হয়েছে। রেটিং তেমন ভালো না তবে, দেখে খারাপ লাগবে না।

Troy (2004) হেলেন অফ ট্রয় মুভিটি মূলত হোমারের মহাকাব্যের আদলে নির্মিত। ট্রোজানরা গ্রীকদের নিমন্ত্রন রক্ষার পর দেশে ফিরে আসে। ওদিকে, ট্রোজান প্রিন্স- হেক্টরের ছোট ভাই ভাগিয়ে নিয়ে আসে গ্রিক সম্রাটের ছোট ভাইয়ের বউ হেলেনকে। ট্রোজানরা বুঝতে পারে, এর ফলাফল ভালো হবে না। গ্রীকরা সদলবলে আক্রমন চালায় ট্রয়বাসীদের উপর।

কথা ছিলো, হেলেনকে নিয়ে তারা দেশে ফিরে যাবে কিন্তু, ধূর্ত গ্রীক সম্রাট রাজনৈতিক চাল চালে। সে দখল করে নিতে চায় ট্রয় নগরী। সেজন্য তাদের সাথে আনা হয় ইতিহাসের অন্যতম সেরা যোদ্ধা 'একিলিস'কে। একিলিস ও তার দলবলের সাহায্যে গ্রীকরা দ্রুত ধ্বংস করে দেয় ট্রয় নগরী। একটিমাত্র মেয়ের জন্য ধ্বংস হয়ে যায় পুরো ট্রয়।

Kingdom of Heaven (2005) অসাধারন! অসাধারন একটা মুভি। ১২ শতকের ক্রুসেডের সময়কার কাহিনী। বেলিয়ান। সাধারন এক কামার। কিন্তু, আসলেই কি তাই? ক্রুসেডের সময় জেরুজালেম ভ্রমন করতে যেয়ে সে খুজে পায় তার আসল পরিচয়।

শহরের রক্ষক, জনগনের রক্ষক, এবং একজন সত্যিকারের 'নাইট' হিসেবে তার যে দায়িত্ব, তা শুধুমাত্র তাকেই পালন করতে হবে। সমঝোতা ও সততার মাধ্যমে যে সারা বিশ্ব একজোট হতে পারে, তা এই মুভিতে দেখানো হয়েছে। অনেকেই দেখেছেন, যারা দেখেননি তার বুঝতেও পারবেন না - কি মিস করলেন। 300 (2006) ৩০০ স্পার্টান সৈন্যদের নিয়ে কিং লিওনিডাস মুখোমুখি হয় প্রায় এক লক্ষ পার্সিয়ান সৈন্যদের। বুকে একফোঁটা ভয় নেই তাদের।

পার্সিয়ান রাজা তার লক্ষ সৈন্য নিয়ে ৩০০ স্পার্টানদের আত্মসমর্পণের অপেক্ষা করতে থাকে। কিন্তু কথা হলো, তারা কি আত্মসমর্পণ করবে??? কখনোই না--- কারন তারা 'স্পার্টান' ৩০০ স্পার্টানদের অকল্পনীয় সাহস আর বীরত্বের সাথে মৃত্যুর কাহিনী নিয়ে তৈরি এই মুভি। Centurion (2010) উত্তর স্কটল্যান্ডের পাহারি এলাকায় একদল বর্বর প্রজাতির বসবাস। রোমান সম্রাটের নির্দেশে এদের উৎখাত করার দায়িত্ব পড়ে একদল নির্ভীক রোমান সৈন্যদলের উপর। কিন্তু, বর্বরদের গেরিলা আক্রমনে একের পর এক মরতে থাকে সৈন্যদল।

কুইনটাস নামক এক সৈন্য আরও কিছু সৈন্যদেরকে নিয়ে কোন মতে পালিয়ে যায় সেখান থেকে। পিছু ছাড়েনা বর্বররা। তারাও পিছু নেয়। সেই সৈন্যদলের সংগ্রাম করে বেঁছে থাকা এবং ঘরে ফেরার ঘটনা নিয়েই এই মুভি। মুভিগুলোর টরেন্ট ডাউনলোড লিঙ্ক- Braveheart Gladiator Alexander Troy Kingdom of Heaven 300 Centurion --------------------------------- --------------------------------------------- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.