আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন

বসে রয়েছ তুমি মাত্র তিরিশ মিনিটের অপেক্ষায় ; ভাবছ তোমায় কেহ জানাবে অভিনন্দন ! কিসের সেই অভিনন্দন তা তো তোমার অজানা হতে পারে ! সেই অভিনন্দন পাসের জন্য – আবার হতে পারে বিদেশে যাওয়ার জন্য । এসব যদি না হয় তবে কিসের সেই অভিনন্দন ? হ্যাঁ আরেকটি জিনিসের জন্য হতে পারে সেই অভিনন্দন , তা কি তুমি বুঝতে পারছ কিসের জন্য সেই অভিনন্দন – তাতো জন্মদিনের অভিনন্দন । সেই অভিনন্দনের আশায় বসে রয়েছ তুমি ভাবছ – কেউ কি তোমায় করবে সেই অভিনন্দন । হঠাৎ এক কালো মেঘ মনের আড়ালে এসে দাঁড়াল – তুমি ভাবছ , মানুষ এখন যান্ত্রিক ; জন্মদিনের কথা কেউ এখন মনে রাখে না । সবার নেশা এখন টাকা উপার্জনের প্রতি ! তাই তো তোমার মন থেকে উবে গেল সেই অভিনন্দন পাবার আশা । কিন্তু আশাহীন হলে চলবে না । তোমাকে এগিয়ে যেতে হবে আপন লক্ষে্, কেউ অভিনন্দন করুক অথবা না করুক ! ( ১/১১/০৫ ; মিরপুর , ঢাকা – ১২১৬ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.