আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা মে আসলে শ্রমিকের জন্য দরদ উতলে উঠে, কিন্তু হরতাল ডাকার সময় শ্রমিকের কথা আর মনে থাকে না!!!

সম্প্রতি ডাকা হরতাল কে কেন্দ্র্ করে আমার এ লিখার বিষয় হচ্ছে, শ্রমজীবি মানুষদের নিয়ে তথা শ্রমিকদের নিয়ে। যারা দিনে আনে দিনে খায় সেই শ্রমজীবি মানুষগুলো হরতালে সবচে’ বেশি কষ্টের মধ্যে দিন গুজরান করে। হরতালে তারা কোনো কাজ পায় না, অলস-বেকার বসে থাকে। কথিত রাজনীতিকরা হরতাল না ডাকলে কাজে যাবে, আয়-রোজগার হবে, এই আশায় অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করে শ্রমিক-দিনমজুররা। অথচ এসব শ্রমজীবি মানুষগলোর অক্লান্ত-হাড়ভাঙ্গা পরিশ্রমের বদৌলতে আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সামনে আসছে পহেলা মে বা তথাকথিত শ্রমিক দিবস। এখন এই পহেলা মে বা শ্রমিক দিবস উপলক্ষে সরকারীদল ও বিরোধীদল এই এক দিন শ্রমজীবি-শ্রমিকদের কথা বলবে, শ্রমিকদের দাবি-দাওয়ার কথা বলবে ইত্যদি ইত্যদি। আর সারা বছর শ্রমিকদের-শ্রমজীবিদের-আওয়ামদের কথা ভুলে যাবে, শ্রমিকদের-আওয়ামদের শাসন শোষণ করবে-নির্যাতন করবে। (নাউযুবিল্লাহ) পাঠক, এই পহেলা মে বা শ্রমিক দিবস হচ্ছে শ্রমিকদের শোষণের একটি বিশেষ হাতিয়ার। শ্রমিক দিবস নামের মুলা ঝুলিয়ে আর কতকাল শ্রমিকদের সাথে প্রতারণা-ছলনা করা হবে সেটাই এখন দেখার বিষয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।