আমাদের কথা খুঁজে নিন

   

চলমান রাজনৈতিক সংকট দু’দলকে চাপ দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান।

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ দেশে চলমান রাজনৈতিক সংঘাত এবং হরতাল বন্ধে প্রধান দুই রাজনৈতিক দলকে চাপ দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যম সম্পাদকরা। এ ক্ষেত্রে আওয়ামী মতাদর্শী ব্যবসায়ী নেতাদের আওয়ামী লীগের নেত্রীকে বোঝানো এবং বিএনপি মতাদর্শী ব্যবসায়ীদের বিরোধীদলীয় নেতাকে বোঝানোর দায়িত্ব নেয়ার পরামর্শ দেন তারা। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তবে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবসায়ীরা যে চাঁদা দিয়ে থাকেন, তা বন্ধ করে দেয়ার কথাও বলেছেন কোনো সম্পাদক।

মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠানে গণমাধ্যম সম্পাদকরা এসব কথা বলেছেন। রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে মঙ্গলবার এ অনুষ্ঠান আয়োজন করে এফবিসিসিআই। সভার শুরুতে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও একের পর এক হরতালে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। এ থেকে পরিত্রাণের পথ খুঁজতেই এ সভার আয়োজন করা হয়েছে। সভায় ‘ইনডিপেনডেন্ট’ পত্রিকার সম্পাদক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, ‘আপনারা দুই দলের কাছে আপনাদের আপিল করেন।

তাতে কাজ না হলে কর্মসূচি দিন। কারণ, এমন অস্থিরতা কেউই চান না। ’ সাংসদ ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, ধ্বংসাত্মক রাজনীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কর্ণধার হিসেবে এফবিসিসিআইকে দুই দলের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ‘সমকাল’-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, বিএনপির সব নেতা এখন কারাগারে।

তাদের দ্রুত বিচার আইনে বিচারের প্রক্রিয়া চলছে। এ অবস্থায় কীভাবে দুই দলের মধ্যে সংলাপ হবে? তাদের সংলাপে আনার দায়িত্ব সরকারের। তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রথম থেকেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে কিংবা নিতে পারেনি। দেখি না কী হয়, করতে করতে সব চুরি হয়ে গেল, লুণ্ঠন হয়ে গেল। ’ বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারাই সব পারেন।

কারণ, আপনারা দুই নেত্রীরই আস্থাভাজন। কে কোন দলকে চাঁদা দেন, তা আমরাও জানি। আপনারা তাদের বলতে পারেন, আমরা আর চাঁদা দেব না। কিন্তু এটা কেউ করবেন না। কারণ, আপনারাই আবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে সফরে যাওয়ার জন্য চেষ্টা চালাবেন।

’ এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘কাল জানতাম মঙ্গল ও বুধবার হরতাল। আজ সকালে শুনলাম বৃহস্পতিবারও হরতাল। প্রতি ঘণ্টায় ঘণ্টায় এখন আমাদের হরতাল বর্ধিত করার সংবাদ শুনতে হচ্ছে। ’ সভায় বিটিভির মহাপরিচালক ম. হামিদ, ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ‘আমাদের অর্থনীতি’র সম্পাদক নাঈমুল ইসলাম খান, ‘ভোরের কাগজ’-এর সম্পাদক শ্যামল দত্ত, ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সম্পাদক নঈম নিজাম, ‘সংবাদ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান ও ‘ইনকিলাব’-এর নগর সম্পাদক জাকারিয়া কাজল বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর কনসালটিং এডিটর জগলুল আহমেদ চৌধূরী ও রওনক হাসান, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, একুশে টিভির প্রধান বার্তা সম্পাদক ইব্রাহীম আজাদ, এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন জাকী প্রমুখ।

তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।