আমাদের কথা খুঁজে নিন

   

আসছে নয়া আইন, অভিবাসন প্রক্রিয়া সহজ করবে কানাডা

দ্য বেঙ্গলি টাইমস ডটকম তেল, গ্যাস ও নির্মাণ শিল্পে দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণে অভিবাসনের নিয়মকানুন সহজতর করার ঘোষণা দিয়েছে কানাডা । এ লক্ষ্যে ফেডারেল সরকার তার দক্ষ শ্রমিক কর্মসূচিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। নাগরিকত্ব, অভিবাসন ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী জেসন কেনি সরকারের এই উদ্যোগের কথা জানিয়ে বলেছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিনিয়োগ দিন দিন বেড়ে চলেছে। ফলে কানাডার শ্রমবাজারে, বিশেষত তেল, খনিজ ও নির্মাণ শিল্পে দক্ষ শ্রমিক ও পেশাজীবীর যে ঘাটতির সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে কার্যকর একটি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, চলতি বছরের শেষ দিকে দক্ষ শ্রমিকদের আকৃষ্ট করতে বিশেষ একটি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

এতে দেশে অস্থায়ী শ্রমিক অভিবাসনের সংখ্যা ক্রমশই কমে আসবে। নতুন কর্মসূচিতে অভিবাসন ব্যবস্থায় নিয়োগদাতাদের ভূমিকা আরও বাড়বে, যা তাঁদের অপরিহার্য চাকরির ক্ষেত্রে শূন্যতা পূরণে দ্রত পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে। জেসন কেনি বলেন, অতীতে দেখা গেছে, কঠোর নিয়মকানুনের ফলে দক্ষ শ্রমিকদের কানাডার অর্থনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা কার্যত দুঃসাধ্য ছিল। স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ইংরেজি অথবা ফরাসি ভাষায় অত্যন্ত দক্ষ হওয়ার শর্ত জুড়ে দেওয়ার অর্থই হলো, দক্ষ শ্রমিকেরা যেন কানাডায় আসতে না পারে। তিনি জানান, নতুন কর্মসূচিটি কানাডার নিয়োগদাতাদের নিয়োগ প্রস্তাবের ভিত্তিতে তৈরি হবে।

দক্ষ শ্রমিকদের অভিবাসনের জন্য প্রয়োজন হবে দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণপত্র, যা কানাডিয়ান সনদ ও মানের সমতূল্য হবে। এ ছাড়া নতুন ব্যবস্থায় ইংরেজি ও ফরাসি ভাষায় অনর্গল কথা বলতে পারার মতো কঠিন শর্ত না থাকলেও ভাষার ক্ষেত্রে কিছু যোগ্যতার প্রয়োজন পড়বে। অভিবসান মন্ত্রণালয়ের হিসাব মতে, কানাডায় বছরে যত সংখ্যায় দক্ষ শ্রমিক প্রয়োজন, বিদ্যমান কঠিন বিধানের ফলে তার মাত্র তিন শতাংশ পূরণ করা যাচ্ছে। অভিবাসন মন্ত্রী জেসন কেনি আশা করেন, নতুন বিধান কার্যকর হলে প্রথম অবস্থায় কয়েক হাজার দক্ষ শ্রমিক এলেও, পরে তা অনেক বাড়বে। তিনি বলেন, যদি কানাডার নিয়োগদাতাদের কাছে যথেষ্ঠ চাহিদা থাকে, তাহলে ধীরে ধীরে শ্রমবাজারে হাজার হাজার দক্ষ শ্রমিক যোগ দেবে।

তিনি আরও বলেন, চাহিদা বেশি হলে স্বল্প মেয়াদের জন্য অস্থায়ী বিদেশি শ্রমিক দিয়ে তা পূরণ করা হয়। অর্থনীতির আকার বেড়ে চলায় শ্রমিক চাহিদা সবসময়ই থাকবে। কিন্তু নতুন কর্মসূচিতে আসা দক্ষ শ্রমিকদের স্থায়ীকরণ করা হলে অস্থায়ী বিদেশি শ্রমিকের ওপর কানাডার নির্ভরশীলতা কমে আসবে। উল্লেখ্য, বিশ্ববাজারে তেল, ধাতু ও খনিজ দ্রব্যের চাহিদা দিন দিন বেড়ে চলায়, কানাডায় এসব শিল্পে বিনিয়োগের পরিমাণ বাড়ছে। ফলে বিকাশমান এসব শিল্পের জন্য হাজার হাজার দক্ষ শ্রমিকের প্রয়োজন হচ্ছে।

কানাডার অভিবাসন আইন যেহেতু অপেক্ষাকৃত কঠিন, তাই দক্ষ বিদেশি শ্রমিকের প্রবেশের গতি খুবই ধীর। এ কারণে, শ্রমিক চাহিদা পূরণে কানাডার উদ্যোক্তাদের হিমমিশ খেতে হচ্ছে। তীব্র ঘাটতি পূরণে তাঁরা বাধ্য হচ্ছেন অস্থায়ী ভিত্তিতে বিদেশি শ্রমিক আনতে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরিবর্ধিত ও শিথিল নতুন নীতিমালার ফলে দক্ষ শ্রমিকের অভাব অনেকাংশ পূরণ করা সম্ভব হবে। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.