আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেডিট কার্ডের টাকা চুরি দুজনকে গ্রেপ্তার

void(0) কৌশলে ক্রেডিট কার্ডের টাকা চুরির অভিযোগে বুধবার রাতে রাজধানীতে চেইন শপ ‘স্বপ্ন’র এক কর্মচারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জুবায়ের হোসেন শাহেদ (২২) ও মো. খলিল (২৬)। শাহেদ চেইন শপ ‘স্বপ্ন’র কর্মচারী। পুলিশ দু’জনের কাছ থেকে কয়েকটি ক্রেডিট কার্ড ও মোবাইল ফোনের সিম উদ্ধার করেছে। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ‘স্বপ্ন’র টাউন হল শাখা থেকে সাদিকুল ইসলাম নামের একজন ব্যবসায়ী গত ২২ এপ্রিল এক হাজার টাকার মালামাল কেনেন।

“যে কর্মচারী (শাহেদ) তার (সাদিকুল) কার্ড পাঞ্চ (বিশেষ যন্ত্রে কার্ড ঘষা) করেছিল সে কৌশলে ক্রেডিট কার্ডের কোনো একটি তথ্য নিয়ে পরে সেই তথ্য দিয়ে ইন্টারনেটে একটি প্রতিষ্ঠান থেকে দুইটি ল্যাপটপ কেনেন। ” সাদিকুল ইসলাম বলেন, “২৩ এপ্রিল স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে ফোন করে জানানো হয় আমার ক্রেডিট কার্ডের বিপরীতে অনলাইনে এক লাখ ৩৩ হাজার টাকার পণ্য কেনা হয়েছে। ” তখন তিনি এ পণ্য কেনেননি বলে ব্যাংককে জানান। ২৪ এপ্রিল ব্যাংকের ধানমন্ডি শাখায় লিখিত অভিযোগ করেন সাদিকুল। গ্রেপ্তারকৃতরা চুরির বিষয়টি স্বীকার করে বলেন, ‘কৌতূহল’ থেকে এ কাজ করেছে তারা।

বড় লেনদেনের ক্ষেত্রে তৎক্ষণাৎ কেন ব্যাংক থেকে জানতে চাওয়া হয়নি- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান বিটপি দাশ চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সব গ্রাহকের কাছ থেকেই যে এই তথ্য জানতে হবে এমন বাধ্যবাধকতা নেই। গ্রাহক ভেদে বিভিন্ন ভাবে বিষয়গুলো খতিয়ে দেখা হয়। ” ‘স্বপ্ন’র মোহাম্মদপুর টাউন হল শাখার ব্যবস্থাপক আল আমীন জানান, শাহেদ গত ৫ এপ্রিল কাজে যোগ দেন। বিদেশে গিয়ে এ ধরণের প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতার প্রয়োজন আছে অনুরোধ করে চাকরি নেন তিনি। তিনি বলেন, “এ ঘটনার পর আমরা সর্তক হয়েছি।

” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।