আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেডিট কার্ডবিমুখ ব্যবসায়ীরা

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাত্র ৬৯ শতাংশ ক্ষুদ্র ব্যবসার মালিক অনলাইনে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের লেনদেন করেন।
জরিপের ফলাফল অনুযায়ী, অনলাইনে ক্ষুদ্র ব্যবসার মালিকদের লেনদেনসংক্রান্ত চিন্তাভাবনায় পরিবর্তন আসে ২০১০ সালের পর। ২০১০ সালে ডেবিট ও ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন ছিল প্রায় ৯১ শতাংশ। বর্তমানে ৪৭ শতাংশ ব্যবসায়ী অনলাইন লেনদেনে পেপালের সাহায্য নেন, যা ২০১০ সালের তুলনায় ২২ শতাংশ বেড়েছে।
অনলাইন লেনদেনের উপর করা এ জরিপটির ফলাফল মঙ্গলবার ন্যাশনাল স্মল বিজনেস অ্যাসোসিয়েশনের (এনএসবিএ) প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। অনলাইন লেনদেনবিষয়ক এ জরিপটি করেছে হ্যারিস ইন্টারঅ্যাকটিভ ব্যাংক অফ দ্য ওয়েস্ট। জরিপটি গত মাসে এনএসবিএ এর তালিকাভুক্ত ৮৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ের মালিকদের উপর করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।