আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেডিট

কপিরাইট সাকিব ২০০৬-২০০৯: সামহোয়্যার ইন ব্লগ, সর্বস্বত্ত সংরক্ষিত

আচ্ছা কিছূ কিছূ ব্যক্তি আছেন যারা খুব সহজে যে কেউকে মটিভেট বা কম্পো্রমাইজ করতে পারে। আমার দেখা MBA করা পাবলিক গুলো ওভার টেলেন্ট। এককথায়, হাসি দিয়ে কথা বলে কিন্তু পড়ে যা করে বড়ই কষ্ট কর(আম্মাআআ) আমি কোন একসময় একটা MBA করা শিক্ষক এর সাথে অনেক মিশেছি। উনার কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছি। এখন uni তে যখন ঐ সব হাসি দেখি.... আমি মনে মনে দু:খের হাসি দেই। শূধু অপেক্ষা করি,.... নেক্সট কি যে দিবে... সত্যিই একবারে অবস্থা খারাপ করে ফেলে... কিন্তু বুঝতে পারা যায় না। সব কাজ ঠিক মত আপনাকে দিয়ে করিয়ে নিবে... এককথায়, এটা উনাদের বিশাল ক্রেডিট। স্যার হলো তো তাও তুলনামূলক একটু কম কম্প্রোইজ হয় আর ম্যাডাম হলে তো কথাই নাই... এক হাসিতে চারটা লাফ... ম্যাডাম কত্তো ভালো... পড়ে অবশ্য ঐ হাসি চেহরা থাকে না(আম্মাআআ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।