আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল আমাদের কি উপকার করল?

গতকাল খবরে যখন শুনলাম বিএনপি আজকে হরতালের পরিবর্তে নতুন কর্মসুচি দিয়েছে তখন একটু মর্মাহত হলাম। এই ৩ দিনের হরতালে তো ক্ষতি হইল কিন্তু উপকার কি কম হইল। চিন্তা করে দেখে কি কি উপকার হইল- #এই ৩টা দিন গ্যাস-বিদ্যুতের সমস্যা একটু কম গেছে। এমনি সময় তো এইগুলোর কমতি থাকে কিন্তু এই ৩ দিন সেই সমস্যাটা একটু কম ছিল। #যারা বাড়ির জন্য এমনি দিন সময় দিতে পারেন না তারা এই ৩ দিন বাড়িতে আরামে থাকলেন।

আপনি খুশি,বাড়ির মানুষও খুশি.. #যারা ভালোমত ঘুমাতে পারেন না তারা তো ঘুমায় পার করতে পারলেন দিনগুলা। এদের জন্য অন্তত মাসে ১-২টা হরতাল দেয়া উচিত। #স্কুল-কলেজপড়ুয়া ছাত্ররা তো আজকাল স্কুল,কলেজ,প্রাইভেট এর চাপে একটুও নিজের সময় পায় না। এই ৩ দিন তারা পড়ার চাপ থেকে মুক্তি পেল। তারা তো চাইবেই হরতাল।

#আবার যাদের হরতালের মৌসুমে পরীক্ষা ছিল তারা তো খুশিতে আত্মহারা। ৩টা পরীক্ষা পিছানো কম কথা। #ঢাকার রাস্তাগুলাও একটু শান্তি পাইল। জ্যাম নাই,ফাঁকা রাস্তা। আর যারা এই সময়েও গাড়িতে করে অফিসে আসতে পারছেন তারা কত তাড়াতাড়ি আসছে চিন্তা করেন।

যারা হেঁটে অফিস করছেন তাদের কথা বাদ দিলাম। #পরিবেশ দূষণ কত ক্ষতিকর সেটা তো সবাই জানেন। চিন্তা করেন শুধুমাত্র ঢাকা বাতাস এই কয়দিন কত পরিষ্কার ছিল। আরে ভাই আমদের প্রধানমন্ত্রীও তো এই কথা বুঝেন,আপনি বুঝেন না। শব্দদূষণের কথা না হয় বাদও দিলাম।

#আপনার বাচ্চা খেলার মাঠ পায় না?হরতালে রাস্তায় নামায় দেন। একটু ক্রিকেট,ফুটবল খেলে আসুক। (আমি ভাই রাস্তায় না হোক ছোট্ট মাঠে চুটিয়ে খেলছি এই ৩দিন) #গাড়ি পুড়ে গেছে। গাড়িমালিকের ক্ষতি। কিন্তু গাড়ি বিক্রতার তো অর্থনীতির চাকা ভালই ঘুরবে।

#পুলিশ লাটি পেটা করে একটু যুদ্ধের রিহার্সেল করে নিতে পারে। তাদের পেশিশক্তির ক্ষমতা সম্বন্ধে একটা আইডিয়া পায়। #সাংবাদিকরা খবরের জন্য নতুন ঘটনা পাচ্ছে। #সর্বোপরি দেশে যে বিরোধী দল নামে কিছু একটা আছে এটা যাতে মানুষ ভুলে না যায় তার জন্য তো হরতাল দেয়া লাগবেই। অনেক ক্ষতির মাঝে এই কটা উপকার পেলাম।

আপনি চিন্তা করেন,আপনিও কিছু পাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.