আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকীয় জুতা পুষ্ট

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! প্রত্যেকের ব্লগে প্রকাসিত নিজ নিজ লেখাগুলোর জন্য প্রত্যেক লেখককে সকল ব্লগবাসীর সামনে জবাবদিহিতা করাতে পারলে মনে হয় অনেক কিছুই বেড়িয়ে আসত। লম্ফ মারিয়া কীবোর্ড চাপিয়া দু একটা লেখকের বিদেশী আর্টিক্যাল পড়িয়া অনেকেই অনেক বড় বড় কথা লিখিয়া ফেলে হয়তোবা জনতার সামনে তাহা ঘাড় তেড়ামি করিয়া বলিয়াও ফেলিবে তারপরো কিছু কিছু ব্লগার কিন্তু ধরা খাইবে ইহা আমি সুনিশ্চিত। বিঃদ্রঃ আমি প্রথম ধরা খাইব ইহা জানিয়াও লিখিলাম। অনেক দিন পর বিপ্লব কান্তি নামক এক ধর্মগাধা ব্লগার কে দেখিয়া ইহা মনে হইল ধর্মগাধাটা আমাকে ওর ব্লগে ব্লক করিয়া রাখিয়াছে প্রায় বছর খানেক। ওর ধুতি ধরিয়া টান দিয়া ছিলাম যাহার অংশ বিশেষ এখনো আমার কাছে আছে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.