আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকীয় আবাল সমগ্র!!!!না পড়লে বিরাট মিস।।

ফেসবুক একটা সময় পর্যন্ত খুব ভালো ছিল। তখন পর্যন্ত এতে আবাল আসামাজিক পোলাপাইন ছিল না। বর্তমানে আবাল পোলাপাইনে ফেসবুক ভতি। চলেন কিছু আবাল পোলাপাইনের চরিত্র বিশ্লেষনের চেষ্টা করা যাক। ১।

কিছু শ্রেনীর ছেলে মেয়ে আছে যারা দেখবেন ফেসবুকে নিজের নামের শেষে নিজের শিহ্মা প্রতিষ্ঠানের নামের নিক নেম জুড়ে দেয় যেমন ওমুক DU ,তমুক BUET, আসাদ NDC, সুষমিতা VNS, রফিক KUET, রহমত DMC ইত্যাদি এদের প্রোফাইলে লিখেও চোখ ভরে না তাই বাধ্য হয়ে বাবা মায়ের দেয়া নাম পাল্টে ঐ নাম দেয়। ২। আবার কিছু শ্রেনীর লোক দেখবেন যারা শুধু একই শ্রেনীর স্ট্যাটাস দিবে যেমন আজ কলেজ/ভার্সিটিতে অমুক করলাম এখন এই করছি কাল কলেজ /ভার্সিটিতে অমুক করলাম । ভাবটা এমন যেন বাবার জন্মে ঐ কলেজ বা ভার্সিটিতে ও ছাড়া আর কেউ পড়ে নি। ৩।

আরো কিছু শ্রেনীর লোক আছে যারা নিজেদের কে নিয়ে শুধু বড়াই করে যেমন আজ প্লেনে করে ঢাকা যাচ্ছি,আজ আমার মার্সিটিজ গাড়িতে করে বসুন্ধরাতে গেলাম এত হাজার মার্কেটিং করলাম। কার বা বাইকের ছবি এরা নিজেদের নামে আপলোড কয়তেই থাকবে। ৪। কিছু আবাল ছেলে আছে যারা মেয়ে দেখলেই মাথা খারাপ ছবিতে কমেন্ট করতেই থাকবে এমন করে হাউ ছুইট ,তুমি এত সুন্দর কেন,তোমাকে খুব হট লাগছে ইত্যাদি । একবার ও ভাবে না ঐ একাউন্টা ফেক হবার সম্ভবনা ৭০ ভাগ।

৫। আবার কিছু আছে দিনে ১০০ওর বেশী স্ট্যাটাস দিবে যেমন ঘুমাচ্ছি,খাচ্ছি,হাটছি ইত্যাদি আজাইরা কথাবার্তা। মেয়ে হলে আরো ফাউল যেমন মা বকছে কাদছি ছেলেরা এত খারাপ কেন ইত্যাদি ইত্যাদি। ৬। কিছু আছে যারা নিজেদের গার্ল বা বয় ফ্রেন্ডের ছবি সারাদিন আপলোড করে ভাবটা এমন যেন ওনারা ছাড়া আর কেউ প্রেমের সংজ্ঞা জানে না।

৭। কিছু আছে ফেসবুকে খুব মাস্তানি দেখাবে আপনি কিছু বললে এমন ভাব দেখাবে যেন ওরা চাইলে আপনি এক বাতাসে উড়ে যাবেন অথচ বাস্তবে ওরা তার উল্টা। ৮। কিছু আছে যাদের কাম কাজ নাই খালি পেজ গ্রুপ খুলে তার মেম্বার বাড়ানোর জন্য অন্য পেজের কাছে ভিহ্মা কয়বে এরা হলো ডিজিটাল ফকির। ৯।

কিছু পোলাপাইন দেখবেন আপনি যাই বলবেন না কেন তারা সব পারে যদি আপনি বলেন আজ বাইকে ৯০ তুললাম তারা পাট নিয়ে বলবে আরে আমি তো ১২৫ তুলেছি অথচ সে কিন্তু বাইক চালাতেই পারে না। ১০। কিছু নাস্তিক ভাদা বা পাদা পাবেন যারা কোনদিন যুক্তি মানবে না আপনি যুক্তি দেখালে ওরা পারবে না এবং আপনাকে ব্লক করবে অথচ তারা নিজেকে যুক্তিবাদী বলে বেড়াবে এবং বড় গলায় বলবে আমরা কাউকে ব্লক করি না। আমি যে কয়টা পেয়েছি লিখেছি বাকি আপনারা যা জানেন কমেন্টে জানান। ধন্যবাদ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.