আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভূমি

I'm Rupa Billy,I'm a first year college student,And I live in Dhaka. মাতৃভূমি হচ্ছে মানুষের প্রাণ সরূপ.যেহেত বেক্তি সে যেখানে যাকনা কেন তার মন বা হৃদয় থাকে সদায় মাতৃভূমির প্রতি.এজন্য বলা হয়ে থাকে যে (মাতৃভূমিকে ভালবাসা থাকা ঈমানের অংশ).সুতরাং আসুন আমরা সবাই মাতৃভূমিকে ভালবাসি এবং মাতৃভূমি সম্পর্কে পত্র পত্রিকায় লিখি.আমরা জানি আমাদের মাতৃভূমি বাংলাদেশ যা সবুজ শেমল ভূমির উপর বসন্ত.আমদের দেশকে মূলত একটি নদীমাতৃক দেশ বলে গণ্য করা হই,জাহেত এ দেশের প্রত্যেক গ্রামের অলিতে গলিতে হাজার-কুটি নদী বয়ে গেছে,এটি একটি স্বাধীন দেশ,১৯৭১শালে এদেশ পাকিস্তানি অত্যাচারীদের হাত থেকে মুক্তি পাই,এই মুক্তি বা স্বাধীনতা অর্জন করতে বাংলার ত্রিশ কুটি প্রাণ (দামাল ছেলেদের) বুকের তাজা রক্ত পাত করতে হয়েছে.তাই আসুন আমরা আমদের সালাম,রফিক,জব্বারের রক্তে গড়া দেশকে সাধিনতাবিরুধিদের হাত থেকে রক্কা করি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।