আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভূমি



হে বঙ্গ মমতাময়ী সুন্দর পাপিয়া কে যেন ডাকিছে আমায় হাতছানি দিয়া। সুন্দর তুমি সুভাসিত তুমি সুন্দর নিলিমায় কি অপরূপ তুমি দেখিতেই চোখ জুড়ায়। আজিকে আমি মাতাল হযে দেখি তোমার রূপ কেমনে ভূলিব তোমায় হইয়া মাশুক। যে প্রেম দিয়াছ তুমি নাই যার জুড়ি সদায় তোমাকে দেখি আহা মরি মরি। ফুটিল কুসুম কলি মায়াবি কাননে রূপসুধা ছড়ায়ে আজি পুলকিত মনে। ভাবের আবগে কেন জড়ালে আবেসে কি সুখ পাও তুমি জড়িয়ে পরশে। ধন্য ধন্য ধন্য তুমি ওগো জন্ম ভূমি চিরদিন চির স্মরনীয় হয়ে থাক আমার মাতৃভুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।