আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভূমি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।


তোকে ভালোবাসি বলে আকাশে তাকাই-
লাল নীল সবুজাভ আলোকের অন্য
এক অপরূপ ছবি খুঁজে নাহি পাই;
তাই, ক্রমে ক্রমে হই গোঁয়ার ও বন্য।
তোর শ্যামলীমা রূপ ছড়ায় এখন
মাতাল হওয়া এক সুরভীত গন্ধ;
স্বপ্ন-দোলনায় চড়ে এ আমি যখন
লোভের আবেশে মজে হয়ে যাই অন্ধ।

সময়ের সন্তানের প্রিয় মাতা হয়ে
অশান্ত ঢেউ তুলিস আমার অন্তরে;
বাংলাদেশ! প্রিয় দেশ আমার হৃদয়ে
জলোচ্ছ্বাস জাগে শুধু, সমুদ্রে সন্তরে।
তোমাতে শেষ প্রণতী জনম আমার-
মৃত্যুর আঁধার ছুঁয়ে মিশবো আবার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।