আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভূমি

কে রে মা তোকে মুসলিম বলে, কে বলে তুই হিন্দু? কে তোর অসীম সীমারেখা ভেঙ্গে বলে তোকে এক বিন্দু? কে তোকে সাজাবে সবুজ ওড়না কিংবা গেরুয়া বসনে? কে তোকে চালাবে ধর্ম মন্ত্রে, মধ্যযুগীয় শাসনে? তুই মা সবার, স্নেহের আধার; এই এক পরিচয় জাত-পাত ভেদে সব সন্তানে তুই দিস আশ্রয় কে তোর বুকেতে কুড়াল চালিয়ে ধর্ম চাপাতে চায়? জেনে রাখ মা- ওরা লুটেরা, তোর সন্তান নয়। ধর্মকে ওরা বর্ম বানিয়ে তোকে কুরে-কুরে খায় তুই মা কাঁদিস একা এক কোণে নিরুপায়, অসহায়। অতি ধার্মিক, বড় নির্ভীক কেউ নেই তোর ভাগে হিন্দু-মুসলিম সব রক্ত তোর আঁচলেই লাগে। ভয় নেই মা জেগে লড়ে যাবো, হয়ে যাবো অঙ্গার তোকে ছুঁতে আর পারবেনা সেই পুরান কুলাঙ্গার তোর বুক জুড়ে হবে উৎসব, দুঃস্বপ্নেরা দূর সন্ধ্যা প্রদীপে মিলে-মিশে রবে আযান সুমধুর………

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।