আমাদের কথা খুঁজে নিন

   

আসুন মুক্ত মনে কথা বলি- বিবেকের দ্বার খুল-২

কত কিছুই তো ঘটছে চারপাশে । কোন কিছু নিয়ে কারো জেনো কোনো মাথাব্যথা নাই । আমার জীবন তো ভালোই চলছে- নির্লপ্তের মত এটা ভেবে জীবন যাপন করছি আমরা । পত্রিকার খবরগুলো নাড়া দিচ্ছে না আমাদের বিবেককে । অসহায়ত্ব … না অন্য কিছু ? নাকি দ্রোহের আগুন ভেতরে ভেতরে প্রজ্বলিত হচ্ছে ।

আসুন মুক্ত মনে কথা বলি এই পোস্টে … প্রতিদিনের শিরোনাম হওয়া কিছু খবর নিয়ে । আজকের প্রথম আলোর শিরোনাম “ বিএনপির নেতাদের একা চলতে মানা । দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণের লিড নিউজ “ আতংকে আ’লীগ ও বিএনপি নেতারা” কি বোঝ যায় এ দুটি শিরোনাম হতে । নূন্যতুম নিরাপদ নয় কেউ । কিন্তু আমাদের মন্ত্রীরা সবসময় বলতে ব্যস্ত যে গত যেকোনো সময়ের চেয়ে আইন শৃংখলার অবস্থা ভালো ।

একজন মানুষ কতটা নির্লাজ হলে এটা পারে ? প্রতিটা , মুহূর্তে আতংকে নিয়ে পথ চলতে কার ভালো লাগে ? এত বড় বড় নেতার নিখোঁজ হয়ে যায় কোনো কিছু হয় না তাহলে সাধারণ মানুষের কথা তো চিন্তাই করা যায় না । কে কার খোজ রাখে ? অন্য একটি খবর আজ আমার চোখে পড়েছে । প্রথম আলো লেখেছে “ পরিচালকরা এবার শেয়ার উপহার নিচ্ছেন” এর মাধ্যমে পরিচালকরা বিশেষ সুবিধা নিচ্ছেন । চিন্তা করেন এই শেয়ার বাজার হাজার মানুষকে পথে বসিয়ে দিলো সরকার কারো কোনো কিছু করতে পারলো না । সেখানকার পরিচালকরা আবারো বিধি ভাঙ্গে , নিজে সুবিধা আদায় করে ।

কী বলবে এ ব্যাপারে তারা ? আমরা দুর্ভাগা “ মিছে মিছেই স্বপন দেখি কিছু হবে” । “বেশিরভাগ দূতাবাসে এমআরপি চালু হয় নি” প্রথম আলোর আর একটি নিউজ । যে প্রবাসীরা আমাদের অর্থনীতির চাকা চালু রাখছে তাদের নিয়ে এমন উদাসীনতা কী সহ্য করার মত ? কালের কণ্ঠ বলছে “ সাড়ে পাঁচ কোটি টাকার কাজে তিন কোটি টাকা ঘুষ” ওয়াসার দুই শীর্ষ কর্মকর্তা কাজ দেবার নাম করে হাতিয়ে নিয়েছে টাকা । আমরা পানি পাই না আর তা নিশ্চিন্তে ঘুষ নিয়ে নিরাপদে থাকে । আপনারা কেউ কি ভাবছেন দেশ কোন দিকে চলছে ? দিনের শেষে কয়কটি অনলাইন পত্রিকা দেখতে গিয়ে দেখলাম , ঢাকায় একাধিক বাসে আগুন – একজন জীবন্ত দগ্ধ ।

ভাই কষ্ট লাগলো , প্রতিবাদ করবেন ভালো কথা । আপনাদের একজন হারিয়েছে তাঁর জন্য অন্য একজনের ঘর খালি করতে আপনাদের বিবেক কাঁপলো না । আপনারা শুধু আপনাদেরটা বোঝেন , জনগণেরটা বোঝেন না । যে মারা গেলো সে যদি ঐ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয় তাহলে তাঁর পরিবারের দায়িত্ব কে নেবে ? কেউ কি আমায় উত্তরটা দিতে পারেন ? ভাই নিজের জন্য তো অনেক রাজনীতি করলেন এবার সময় হয়েছে মানুষের জন্য রাজনীতি করার । মানুষের প্রয়োজনটা একটু বোঝার চেষ্টা করুন ।

আশার কথা দিয়ে শেষ করি । বাংলাদেশি বংশদ্ভূত সালমান খান ১০০ প্রভাবশালীর মধ্যে একজন । নাটোরের হুলহুলিয়া গ্রামটি আমাদের সবার জন্য উদাহরণ হতে পারে । আসুন আমরাও ওদের মত একতাবদ্ধ হই । সবার জন্য শুভ কামনা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.