আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধান সংশোধনসহ যে কোনো বিষয়ে সরকার একক কোনো সিদ্ধান্ত নেবে না: সৈয়দ আশরাফ



স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন- সংবিধান সংশোধনসহ যে কোনো বিষয়ে সরকার একক কোনো সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে যে কোনও পরিবর্তন ঐকমত্যের ভিত্তিতেই করা হবে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের তিনি সাংবাদিকদের একথা বলেন। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে না পারলে আবারো ওয়ান ইলেভেনের আশংকা করলেন সৈয়দ আশরাফুল ইসলাম। পাশাপাশি সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান তিনি।

সৈয়দ আশরাফ আরো বলেন- সংবিধান সংশোধনসহ যে কোনো বিষয়ে সরকার একক কোনো সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে যে কোনও পরিবর্তন ঐকমত্যের ভিত্তিতেই করা হবে। সৈয়দ আশরাফ বলেন: যে কোন বিষয়কে সম্পৃক্ত করে বিরোধী দলের সংসদ বর্জন করা উচিত না। এত করে গনতন্ত্র স্থায়ী ভীত পাবে না। কেননা জাতীয় সংসদকে কার্যকর করতে না পারলে বাংলাদেশে গণতন্ত্রের শিকড় মজবুত হবে না।

আবার আইনমন্ত্রী বললেন, সংবিধান সংশোধনের বিষয়ে মতামত চেয়ে আইন কমিশনে প্রস্তাব পাঠানো হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.