আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিকসের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করল এ্যাপল

MAD-E IN BANGLADESH

ভিসা, মাস্টারকার্ড, আমাজন ডটকম আর ব্যাংক অব আমেরিকার সঙ্গে যোগ হলো এ্যাপল। তারাও সম্পর্ক ছিন্ন করল উইকিলিকসের সঙ্গে। অনলাইন স্টোরে থাকা একটি এ্যাপিস্নকেশন, যেটা ব্যবহারকারীদের উইকিলিকসের ওয়েবসাইটে নিয়ে যেত, সেটা সরিয়ে ফেলেছে এ্যাপল। তাহলে কি উইকিলিকসের সমর্থকদের পরবর্তী আক্রমণের শিকার হতে যাচ্ছে এ্যাপল? 'হতেও পারে', বলছেন ইউএস সাইবার কনসেকোয়েন্সেস ইউনিটের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জন বুমগার্নার। আসলেই সত্যি সত্যিই আক্রমণ হতে পারে।

কারণ এর আগে যেই উইকিলিকসের বিরম্নদ্ধে লেগেছে সমর্থকরা স্বতপ্রণোদিত হয়ে তার সাইটেই হামলা চালিয়েছে। তাই তো ভিসা আর মাস্টারকার্ড বলুন সবারই সাইট কয়েক ঘণ্টার জন্য এলোমেলো করে ফেলেছিল হ্যাকাররা। বাদ যায়নি সুইডেনের সরকারী ওয়েবসাইটও। ইতোমধ্যে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের এক সমর্থক টুইট করে এ্যাপলের ওপর ৰোভ প্রকাশ করেছেন। আরেকজন বলেই দিয়েছেন এই কারণে তিনি কখনও এ্যাপলের পণ্য কিনবেন না।

_ওয়েবসাইট। বুশের স্মৃতিকথা বিক্রি ২০ লাখ কপি ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশের স্মৃতিকথা 'ডিসিশন পয়েন্টস' ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। ক্রাউন প্রকাশনা গোষ্ঠী বুধবার এ খবর জানায়। নবেম্বরের প্রথমদিকে 'ডিসিশন পয়েন্টস' প্রকাশিত হওয়ার পর থেকে শক্ত মলাট ও ডিজিটাল ভার্সনের ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে ক্রাউন জানায়। যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্মৃতিকথা 'মাই লাইফ' ২০০৪ সালে প্রথম প্রকাশিত হওয়ার পর ২২ লাখ কপি বিক্রি হয়েছিল।

খবর ওয়েবসাইটের। ক্রাউনের মুখপাত্র এই বিক্রিকে অনন্যসাধারণ বলে মনত্মব্য করে জানান, ২০১০ সালে কোন 'ননফিকশন' ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে কিনা তিনি মনে করতে পারছেন না। 'ডিসিশন পয়েন্টস'-এ বুশ ৰমতায় থাকাকালীন হোয়াইট হাউস ও তাঁর প্রশাসন নিয়ে স্মৃতিচারণ করেছেন। এতে ৯/১১-এর ঘটনাও স্থান পেয়েছে। http://WWW.SUR-O-SANGEET.BLOGSPOT.COM


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.